বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ সার্কুলার ২০২৫: “In War, In Peace We are Everywhere for our Country” (সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে)” এই স্লোগানটি সবারই জানা আর সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার ২০২৫ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর সকল তথ্য আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন।
সেনাবাহিনী নিয়োগ সার্কুলার মোটামুটি ০৩ ভাবে প্রকাশ করা হয় যেমন সেনাবাহিনী সামরিক নিয়োগ, সেনাবাহিনীর সিভিল নিয়োগ ও সেনাবাহিনীর অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ শাখা। বাংলাদেশ সেনাবাহিনী চাকরি মানেই গৌরব ও সম্মানের জীবন যেটা সবারি জানা। জেনে রাখা ভালো বাংলাদেশ সেনাবাহিনীর সদর সপ্তর ঢাকা সেনা নিবাসে অবস্থিত।
বিভিন্ন ডিপার্মেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার ২০২৫
বাংলাদেশ সেনাবাহিনী সার্কুলার (সামরিক) গুলোর নাম হলোঃ বিএমএ স্পেশাল কোর্স, ডিএসএসসি বা আরভিএন্ডএফসি, ডিএসএসসি (স্পেশাল পারপাস) এএমসি, ডিএসএসসি (এএমসি) পুরুষ ও মহিলা, সেনাবাহিনীর সৈনিক পদে,আর্মি মেডিক্যাল কোরে, ডিএসএসসি ,এএফএনএস,স্বল্প মেয়াদি কমিশন-আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস,এম ও ডি সি সৈনিক পদ, বি এম এ দীর্ঘমেয়াদী কোর্স, আর্মি মেডিকেল কোর/আর্মি ডেন্টাল কোরে ক্যাপ্টেন, এ এম সি,ডিসি, সেনা শিক্ষা কোরে জুনিয়র কমিশন্ড অফিসার, এম ও ডি সি নিয়োগ।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার (চলমান নিয়োগ)
জবের ধরন | বাংলাদেশ ডিফেন্সে চাকরি |
বাহিনীর নাম | বাংলাদেশ সেনাবাহিনী |
চলমান সার্কুলারের নাম | সৈনিক,এএমসি, এডিসি |
সেনাবাহিনীর লাস্ট সার্কুলার প্রকাশ | ১০ জানুয়ারি ২০২৫ |
চাকরি প্রার্থীর জেন্ডার | নারী ও পুরুষ উভয়ই |
চাকরি প্রার্থীর বয়স | ১৭-২০ বছর |
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা | এসএসসি,এমবিবিএস |
আবেদনের মাধ্যম | শুধুমাত্র অনলাইনে |
আবেদন শুরু | ০৩ জানুয়ারি ২০২৫ |
আবেদন শেষ | ৩১ জানুয়ারি, ০৮ ফেব্রুয়ারি, ২১ মার্চ ২০২৫ |
আবেদনের লিংক | https://joinbangladesharmy.army.mil.bd |
![বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ সার্কুলার ২০২৫ [Join Bangladesh Army Job Circular] 1 sensa](https://i.postimg.cc/k73nxMpt/sensa.jpg)
Application Deadline: 31 January 2025
বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তির-সকল ট্রেডের বিস্তারিত দেখুন
আর্মি ৮৫ তম ডিএসএসসি (এএমসি) পুরুষ ও মহিলা নিয়োগ
৮৫ তম এ এম সি ও ৭০ তম এডিসির শারীরিক যোগ্যতা
- উচ্চতাঃ পুরুষদের জন্য ১.৬৩ মিটার আর মেয়েদের জন্য ১.৫৫ মিটার
- ওজনঃ পুরুষদের জন্য ৫৭ কেজি আর মেয়েদের জন্য ৪৯ কেজি
- বুকের মাপঃ পুরুষদের জন্য ৩০ ইঞ্চি ও ৩২ ইঞ্চি আর মেয়েদের জন্য ২৮ ও ৩০ ইঞ্চি
- বয়সসীমাঃ ০১ জুলাই ২০২৫ তারিখে সর্বোচ্চ ২৮ বছর
আর্মি মেডিকেল কোর ও ডেন্টাল কোর শিক্ষাগত যোগ্যতা
- এমবিবিএস ডিগ্রি/বিডিএস ডিগ্রি
- ইন্টার্নশিপ সম্পন্নকারী
- এসএসসি ও এইচএসসিতে A+
বৈবাহিক অবস্থাঃ
পুরুষ অবিবাহিত (তবে যাদের বয়স ০১ জুলাই ২০২৫ তারিখে ২৮ বছরের মধ্যে হবে তারা আবেদন করতে পারবেন। মহিলা বিবাহিত/ অবিবাহিত যে কোন অবস্থায় আবেদন করতে পারবেন।
Application Deadline: 08 February 2025
95 BMA Long Course Circular 2025
৯৫ তম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্স বিজ্ঞপ্তি
শারীরিক যোগ্যতাঃ ↓
- উচ্চতাঃ পুরুষদের জন্য ০৫ ফুট ০৪ ইঞ্চি আর মেয়েদের জন্য ৫ ফুট ০২ ইঞ্চি।
- ওজনঃ পুরুষদের জন্য ৫৪ কেজি আর মেয়েদের জন্য ৪৭ কেজি
- বুকের মাপঃ পুরুষদের জন্য ৩০ ইঞ্চি ও ৩২ ইঞ্চি আর মেয়েদের জন্য ২৮ ও ৩০ ইঞ্চি
- বয়সঃ ০১ জুলাই ২০২৫ তারিখে ১৭ থেকে ২১ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ ↓
- জাতীয় মাধ্যমঃ এসএসসি পরীক্ষায় ৫.০ পেতে হবে। আর এইচএসসি পরীক্ষায় ৪.৫০ পয়েন্ট পেতে হবে।
- ইংরেজি মাধ্যমঃ ও লেভেলে ০৬ বিষয়ের মধ্যে ৩টিতে A গ্রেড, আর ০৩ টিতে B গ্রেড। এ লেভেলে ২ টি বিষয়েই নুন্যতম বি গ্রেড পেয়ে পাস করতে হবে।
- ২০২৫ সালের এইচএসসি/এ লেভেলের পরীক্ষার্থী আবেদন করতে পারবেন।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত
৯৫ তম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্স 95th BMA Long Course Full Circular দেখুন
Application Deadline: 21 March 2025
বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
৫৯ তম বিএমএ স্পেশাল কোর্স সার্কুলার ২০২৫ এবং ৫২ তম ডিএসএসসি ( আরভিএন্ডএফসি )
যোগ্যতাঃ
- উচ্চতাঃ পুরুষদের জন্য ০৫ ফুট ০৪ ইঞ্চি আর মেয়েদের জন্য ৫ ফুট ০২ ইঞ্চি।
- ওজনঃ পুরুষদের জন্য ৫৭ কেজি আর মেয়েদের জন্য ৪৯ কেজি
- বুকের মাপঃ পুরুষদের জন্য ৩০ ইঞ্চি ও ৩২ ইঞ্চি আর মেয়েদের জন্য ২৮ ও ৩০ ইঞ্চি
- বয়সঃ ০১ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ২৮ বছর হতে হবে
- শিক্ষাগত যোগ্যতাঃ ↓↓↓↓↓
- ইঞ্জিনিয়ার্স কোরঃ এসএসসি ও এইচএসসি আলদা আলাদা পরীক্ষায় ৪.৫০ পেতে হবে। এছাড়া স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ঞ্জিনিয়ারিং এ ৩.০০ সিজিপিএ পেতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন
- সিগন্যালস কোরঃ এসএসসি ও এইচএসসি আলদা আলাদা পরীক্ষায় ৪.৫০ পেতে হবে। এছাড়া স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ৩.০০ সিজিপিএ পেতে হবে। বিএসসি ইন সিএসই পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- ইলেকট্রিকাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইএমই কোরঃ এসএসসি ও এইচএসসি আলদা আলাদা পরীক্ষায় ৪.৫০ পেতে হবে। এছাড়া স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ঞ্জিনিয়ারিং এ ৩.০০ সিজিপিএ পেতে হবে। ০২টি ডিপার্টমেন্টের বিএসসি প্রার্থীরা আবেদন করতে পারবেন। নেভাল আর্কিটেকচার ও এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং
- আর্মি এডুকেশন কোর এইসিঃ এসএসসি ও এইচএসসি আলদা আলাদা পরীক্ষায় ৪.০ পেতে হবে। এছাড়া স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এ ৩.০০ সিজিপিএ পেতে হবে। গনিত পাসে আবেদন করতে পারবেন।
- রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরঃ এসএসসি ও এইচএসসি আলদা আলাদা পরীক্ষায় ৪.০ পেতে হবে। এছাড়া স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে BSC Vet and ah DVM ডিগ্রীতে ৩.০০ সিজিপিএ পেতে হবে ও ইন্টার্নশিপ করতে হবে।
৩৬ তম ডিএসএসসি জেএজি এবং ৫২ তম ডিএসএসসি ( আরভিএন্ডএফসি )
যোগ্যতাঃ
- উচ্চতাঃ পুরুষদের জন্য ০৫ ফুট ০৪ ইঞ্চি আর মেয়েদের জন্য ৫ ফুট ০২ ইঞ্চি।
- ওজনঃ পুরুষদের জন্য ৫৭ কেজি আর মেয়েদের জন্য ৪৯ কেজি
- বুকের মাপঃ পুরুষদের জন্য ৩০ ইঞ্চি ও ৩২ ইঞ্চি আর মেয়েদের জন্য ২৮ ও ৩০ ইঞ্চি
- বয়সঃ ০১ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ২৮ বছর হতে হবে
- শিক্ষাগত যোগ্যতাঃ ↓↓↓↓↓
- ইঞ্জিনিয়ার্স কোরঃ এসএসসি ও এইচএসসি আলদা আলাদা পরীক্ষায় ৪.৫০ পেতে হবে। এছাড়া স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ঞ্জিনিয়ারিং এ ৩.০০ সিজিপিএ পেতে হবে।০৩ টি বিষয়ে বিএসসি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর্কিটেকচার,সিভিল ও নেভাল আর্কিটেকচার ও মেরিন।
- সিগন্যালস কোরঃ এসএসসি ও এইচএসসি আলদা আলাদা পরীক্ষায় ৪.৫০ পেতে হবে। এছাড়া স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ঞ্জিনিয়ারিং এ ৩.০০ সিজিপিএ পেতে হবে। বিএসসি প্রার্থীরা আবেদন করতে পারবেন। (বিষয়গুলা নিচের ইমেজে দেখুন) ( এই পদটি শুধুমাত্র ছেলেদের জন্য )
- ইলেকট্রিকাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইএমই কোরঃ এসএসসি ও এইচএসসি আলদা আলাদা পরীক্ষায় ৪.৫০ পেতে হবে। এছাড়া স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ঞ্জিনিয়ারিং এ ৩.০০ সিজিপিএ পেতে হবে। ০২টি ডিপার্টমেন্টের বিএসসি প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিউক্লিয়ার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং
- আর্মি এডুকেশন কোর এইসিঃ এসএসসি ও এইচএসসি আলদা আলাদা পরীক্ষায় ৪.০ পেতে হবে। এছাড়া স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এ ৩.০০ সিজিপিএ পেতে হবে। বিষয়গুলা নিচের ইমেজে দেখুন)
- জাজ এডভোকেট জেনারেল জেএজিঃ এসএসসি ও এইচএসসি আলদা আলাদা পরীক্ষায় ৪.০ পেতে হবে। এছাড়া স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এলএলবি এবং এলএলএম/এমএএলএলএম ডিগ্রীতে ৩.০০ সিজিপিএ পেতে হবে। ( এই পদটি শুধুমাত্র ছেলেদের জন্য )
- রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরঃ এসএসসি ও এইচএসসি আলদা আলাদা পরীক্ষায় ৪.০ পেতে হবে। এছাড়া স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে BSC Vet and ah DVM ডিগ্রীতে ৩.০০ সিজিপিএ পেতে হবে ও ইন্টার্নশিপ করতে হবে। ( এই পদটি শুধুমাত্র ছেলেদের জন্য )
৪০ তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন সার্কুলার এএফএনএস কমিশন
সেনাবাহিনীতে জুনিয়র কমিশন্ড অফিসার নিয়োগ ২০২৫ (ওয়ারেন্ট অফিসার)
শারীরিক যোগ্যতাঃ ↓↓
- উচ্চতাঃ পুরুষদের জন্য ০৫ ফুট ০৬ ইঞ্চি, ১.৬৮ মিটার
- ওজনঃ ৪৯.৯০ কেজি, ১১০ পাউন্ড
- বুকের মাপঃ ৩০ ইঞ্চি ০.৭৬ মিটার, স্ফীত ৩২ইঞ্চি ০.৮২ মিটার
- বয়সঃ ১২ মার্চ ২০২৫ তারিখে ২০ থেকে ২৮ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ ↓↓
- বিএ/বিএসসি/বিকম/স্নাতক/সমমান পাস হতে হবে।
- স্নাতক পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.০০
- এসএসসি ও এইচএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত
দক্ষতাঃ সাঁতার জানা আবশ্যক (নুন্যতম ৫০ মিটার)
বাংলাদেশ সেনাবাহিনীর পদসমূহের বিস্তারিতঃ
পদসমূহ ও পদমর্যাদাঃ ১.১ কমিশন্ড অফিসার (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার) ১.২ জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) ১.৩ নন-কমিশন্ড অফিসার (এনসিও) এবং ১.৪ সাধারণ সৈনিক
১.১ অফিসার (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার)
সেকেন্ড লেফটেন্যান্ট -> লেফটেন্যান্ট ->ক্যাপ্টেন->মেজর-> লেফটেন্যান্ট কর্নেল->কর্নেল->ব্রিগেডিয়ার জেনারেল->মেজর জেনারেল->লেফটেন্যান্ট জেনারেল->জেনারেল
১.২ জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)
ওয়ারেন্ট অফিসার->সিনিয়র ওয়ারেন্ট অফিসার->মাস্টার ওয়ারেন্ট অফিসার
১.৪ নন কমিশন্ড অফিসার (এনসিও)
ব্যাটালিয়ন সার্জেন্ট মেজর (পদবী নয়, সার্জেন্টের নিয়োগ)-> ব্যাটালিয়ন কোয়ার্টমাস্টার সার্জেন্ট (পদবী নয়, সার্জেন্টের নিয়োগ)-> কম্পানি সার্জেন্ট মেজর (পদবী নয়, সার্জেন্টের নিয়োগ)-> কম্পানি কোয়ার্টমাস্টার সার্জেন্ট (পদবী নয়, সার্জেন্টের নিয়োগ)->সার্জেন্ট-> কর্পোর্যাল-> ল্যান্স কর্পোর্যাল
১.৫ সাধারণ সৈনিক
বাংলাদেশ সেনাবাহিনীতে যে সব নিয়োগ সার্কুলার প্রকাশ পেয়ে থাকে
- বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- ৯১ তম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্স 91th BMA Long Course Full Circular 2025
- ৮১ তম ডিএসএসসি( এ এম সি ) পুরুষ ও মহিলা
- ৮০ তম এ এম সি ও ৬৭ তম এডিসি
- ইঞ্জিনিয়ার্স ,সিগন্যালস, ইএমই,জেএসি, আর ভি এন্ড এফ সি ও এইসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- ৫৮ তম বি এম এ স্পেশাল কোর্স ও ৫১ তম ডিএসএসসি ( আরভিএন্ডএফসি )
- ৩৬ তম ডিএসএসসি জেএজি এবং ৫১ তম ডিএসএসসি ( আরভিএন্ডএফসি )
- সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ 2025
- বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাশিক্ষা কোরে জুনিয়র কমিশন্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- আর্মি মেডিক্যাল কোরে নিয়োগ
- ২৮ তম ডিএসএসসি ( স্পেশাল পারপাস ) এএমসি
- বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ পেশা ট্রেড ২ নিয়োগ Apply Online: sainik.teletalk.com.bd
- ২৬ তম ডিএসএসসি চূড়ান্ত ফলাফল ( স্পেশাল পারপাস ) এএমসি
- এএফএনএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- ৪০তম স্বল্প মেয়াদি কমিশন- আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস
- ২২ তম ডিএসএসসি
- এম ও ডি সি সৈনিক পদে নিয়োগ 2025
- আর্মি মেডিকেল কোর/আর্মি ডেন্টাল কোরে ক্যাপ্টেন নিয়োগ
- এম ও ডি সি নিয়োগ 2025
- ৩৩ তম ডিএসএসসি
নতুন করে সৈনিক পদের মাঠ কবে ছারবে,,,
দ্রুত।
JCO এর সার্কুলার করে আসবে ২০২২ এর
Junior Commissioned Officer (JCO) সার্কুলারটি দ্রুত আসার সম্ভাবনা রয়েছে।
স্যার নতুন করে সৈনিকের মাঠ কবে ছারবে আবার একটু বলবেন