বোয়েসেল তুরস্ক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (তুর্কি কাজ-২০০ জব ভিসা সরকারি)

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) এর ব্যবস্থাপনায় তুর্কিয়ে বা তুরস্কে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে প্রথমে বোয়েসেল তুরস্ক নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে আবেদন করতে হবে। আবেদন গুগল ফর্মের লিংকের মাধ্যমে করতে হবে।

BOESL Turkey তে ০২ ধরনের প্রায় ২০০ টি পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ করা হবে। সরকারিভাবে তুরস্ক পুরুষ ভিসা ২০২৪ ও তুরস্ক মহিলা ভিসা ২০২৪ সার্কুলার প্রায় প্রকাশিত হয়ে থাকে। এজন্য আমাদের ওয়েবসাইটে নজর রাখুন, আমরা তুর্কি কাজের ভিসা বা জব ভিসার আবেদন পক্রিয়াসহ বিস্তারিত পাবেন!

সরকারিভাবে তুরস্কে যাওয়ার আবেদন শুরু হয়েছে

কর্মীদের প্রাথমিক আবেদনের মাধ্যমে নিয়োগ পক্রিয়া শুরু হবে। আগামী ১৫ মার্চ ২০২৪ তারিখের মধ্যে নিচের দেয়া গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে।

প্রাথমিক সিলেকশনের পর তুর্কির কোম্পানির প্রতিনিধির মাধ্যমে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাৎকারের পর চূড়ান্ত রেজাল্ট প্রদান করে তুর্কি কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা প্রদান করা হবে। BOSEL Turkey Job Circular দেখুন ইংরেজি

বোয়েসেল তুরস্ক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

নিয়োগ শিরোনাম বোয়েসেলের মাধ্যমে তুর্কিয়ে নিয়োগ
বিজ্ঞপ্তি প্রকাশ মার্চ ২০২৪
এবার মোট লোক নেয়া হবে  ২০০ টি
বয়সসীমা ১৮-৩৯
লিঙ্গ পুরুষ ও মহিলা
মাসিক বেতন আলোচনা সাপেক্ষে  
অনান্য সুযোগ সুবিধা ওভারটাইম+থাকা+খাওয়া+পরিবহন
আবেদনের মাধ্যম সাক্ষাৎকার
আবেদন শেষ  ১৫ মার্চ ২০২৪
আবেদন ফি ১২০০

তুর্কি কাজের ভিসায় গেলে কেমন বেতন ও সুবিধা দিবে?

মাসিক মূল বেতন পাবেন ৫১,০০০ টাকার মত। এছাড়া বাসস্থান, খাবার ও চিকিৎসার খরচ নিয়োগকর্তারা বহন করবেন।এছাড়া কর্মচারীদের জন্য বিমান ভাড়াও নিয়োগকর্তা প্রদান করবেন। কর্মীদের জন্য বীমা সুবিধা থাকবে।

বিদ্রঃ  চুক্তি শেষ হওয়ার আগে কোনো শ্রমিক দেশে ফিরতে চাইলে তুরস্কের শ্রম আইন প্রয়োগ করা হবে। যাদের বিরুদ্ধে দেশে বা তুর্কিতে মামলা রয়েছে তারা নিয়োগের অযোগ্য হবেন।

দুই বছরের চুক্তি অনুযায়ী শ্রমিকরা প্রতিদিন আট ঘণ্টা এবং সপ্তাহে ছয় দিন কাজ করবেন। অতিরিক্ত ঘন্টা কাজ করলে তারা ওভারটাইম বেতন পাবেন। তবে চুক্তি নবায়ন করতে পারবেন মানে চুক্তি বাড়াতে পারবেন।

Turkey Work Permit Visa for Bangladeshi

2024 02 29 12 26 8fd9b5856bf407da94c7c8626e382f9e
visa.kfplanet.com

Application Deadline: 15 March 2024

কানাডা ওয়ার্ক পারমিট এর জন্য কিভাবে আবেদন করবেন ও বিস্তারিত তথ্য জানুন কানাডা জব ভিসা ২০২৪ পোস্ট থেকে। (Canadian Work Permit Visa)

সরকারিভাবে তুর্কি কাজের ভিসা বা জব ভিসার বিস্তারিত

তুর্কিয়ে এবার কত পদে নিয়োগ দিবে?

তুরস্কের বিভিন্ন কোম্পানিতে ২০০ বাংলাদেশি নারী কর্মী নিয়োগ করবে, বোয়েসেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।  তুর্কিতে জব ভিসায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্চ ২০২৪ এ।

BOESL Türkiye Job Circular : আবেদন ফি

চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের সার্ভিস চার্জ ও আনুষঙ্গিক ব্যয় সহ মোট ৫৬ হাজার ৩৫০ টাকা জমা করতে হবে।  অবশ্যই নির্দিষ্ট ব্যাংকের পে অর্ডারের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। বোয়েসেল অফিস কর্তৃক ছাড়া অন্য কোথাও টাকা লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো।

সরকারিভাবে তুরস্কে যেতে যেসব কাগজপত্র লাগবে 

প্রার্থীদের অবশ্যই চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আসল পাসপোর্ট, এক সেট রঙিন এবং পাসপোর্টের পরিচয় পৃষ্ঠার চার সেট কালো ও সাদা ফটোকপি, বর্তমান অফিসের পরিচয়পত্র বা উপস্থিতি কার্ড, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ সঙ্গে আনতে হবে। এবং তাদের সাথে শিক্ষাগত বা অভিজ্ঞতার প্রশংসাপত্র।

অনলাইনে দ্রুত আবেদন করুন! আবেদন করার পর এসএমএস অথবা আমাদের ওয়েবসাইটে সাক্ষাৎকারের স্থান জানিয়ে দেওয়া হবে।

তুর্কিতে গার্মেন্টস সেক্টরে নিয়োগ ২০২৪ শর্তাবলী

  • গার্মেন্টের মেশিন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়স 18-30 বছরের মধ্যে হতে হবে।
  • দৈনিক ০৮ ঘন্টা ডিউটি, সপ্তাহে ০৬ দিন।
  • ওভারটাইম বাধ্যতামূলক নয়।
  • কর্মসংস্থান চুক্তি ০৩ বছর (নবায়নযোগ্য)।
  • রিক্রুটিং অফিসার খাবার ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করবেন।
  • চাকরিতে যোগদানের সময় এবং ৩ বছর চাকরির পর দেশে ফেরার বিমান ভাড়া রিক্রুটিং অফিসার বহন করবেন।
  • অন্যান্য শর্তাবলী তুরস্কের শ্রম আইনের অধীনে প্রযোজ্য হবে।
  • যাদের বিরুদ্ধে এদেশে বা তুর্কিতে ফৌজদারি মামলা রয়েছে। তাদের আবেদন গ্রহণ করা হবে না।

অনান্য দেশের বোয়েসেল সার্কুলার পারেন

 

🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতে 

KFPlanet ফেসবুক পেজ   📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡsটেলিগ্রাম চ্যানেল ফলো করুন 👉 Youtube চ্যানেল সাবস্ক্রাইব করুন। যে কোন সার্কুলার ডাউনলোড করতে আমাদের Mobile APP ইন্সটল করুন। 

5 thoughts on “বোয়েসেল তুরস্ক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (তুর্কি কাজ-২০০ জব ভিসা সরকারি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com