খাদ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (১৭৯১ জনের নিয়োগ)

খাদ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অনুসারে ২৫ ধরনের ১৭৯১ টি পদে জনবল নিয়োগ দিবে মন্ত্রণালয়। Mofood.gov.bd job circular এর উক্ত পদ গুলোতে নারী-পুরুষ উভয় চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্য হলে যেকোন চাকরি প্রত্যাশী কিছু শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন।

সম্পূর্ণ খাদ্য মন্ত্রণালয় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি,Mofood Job Circular 2025 নিচে দেখতে পারবেন। খাদ্য মন্ত্রণালয়ের রাজস্ব খাতে ১৭৯১ টি শূন্য পদে সরাসরি নিয়ােগ দেয়ার লক্ষ্যে আবেদন পত্র আহবান করা হচ্ছে আগামী ০৫ ফেব্রুয়ারির মধ্যে।

খাদ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

চাকরির ধরণ সরকারি মন্ত্রণালয় চাকরি 
জব টাইপ ফুল টাইম সরকারি চাকরি
মোট পদসংখ্যা ১৭৯১ জন
বয়স সীমা ১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা , স্নাতক
বেতন স্কেল ৮,২৫০-২০,০১০/- থেকে ১১,০০০-২৬,৫৯০/
আবেদন ফি ১১২/- ২২৩/-টাকা
আবেদন শুরু ০৮ এপ্রিল সকাল ০৯.০০ টা থেকে
আবেদনের শেষ ০৭ মে বিকাল ০৫:০০ টা পর্যন্ত
আবেদনের মাধ্যম অনলাইনে
খাদ্য মন্ত্রণালয়ের সাইট https://mofood.gov.bd

Khaddo Montronaloy Job Circular 2025

khaddo 1

khaddo 2

khaddo 3khaddo 4

khaddo 5khaddo 6

Application Deadline: 07 May 2025

To Apply: mofood.teletalk.com.bd

খাদ্য অধিদপ্তরে নিয়োগ দেখুন

To Apply: http://dgfood.teletalk.com.bd

খাদ্য মন্ত্রণালয় চাকরির জন্য বয়সসীমা

খাদ্য মন্ত্রণালয়ে চাকরির জন্য বয়সঃ ০৭.০৫.২০২৫ খ্রি. তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা নির্ধারিত হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

খাদ্য মন্ত্রণালয় নিয়োগ ২০২৫ আবেদনের নিয়ম

  1. আগ্রহী প্রার্থী http://dgfood.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারেন।
  2. আবেদন শেষসীমার আগে প্রাপ্ত User ID গণ, অনলাইনে আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি দিতে পারবেন।
  3. অনলাইনে আবেদনপত্রে ছবি ও স্বাক্ষর নির্ধারিত স্থানে Upload করতে হবে।
  4. এরপর সফলভাবে আবেদন সাবমিট করার পর User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। এই কপিটি প্রিন্ট বা Download করে রাখুন।
  5. আবেদন ফি জমাদানঃ যেকোন টেলিটক নাম্বার থেকে ০২ টি এসএমএসের মাধ্যমে আবেদন ফি দিয়ে দিন।

আবেদন করতে যেসব কাগজ পত্র দরকার হবে

  1. নিজ জেলার স্থায়ী নাগরিকের প্রমাণ হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত কর্তৃপক্ষের কাছ থাকে সনদের সত্যায়িত ফটোকপি দরকার হবে।
  2. সাম্প্রতিক সময়ে তোলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০) pixel স্ক্যান ছবি। তবে ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

খাদ্য মন্ত্রণালয়ে নিয়োগের জন্য শর্তাবলী

  • সরকারি/আধা-সরকারি চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
  • লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ./ডি.এ প্রদান করা হবে না।
  • মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র ও কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
  • সকল পদের পরীক্ষা একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হবে।
  • আবেদনপত্রের একটি প্রিন্ট কপি নিজ দায়িত্বে নিজের কাছে রেখে দিন।
  • প্রয়োজনে কর্তৃপক্ষ পদের সংখ্যা কম বেশি করতে পারে। কিংবা নিয়োগ বাতিল করার রাখেন।

খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০২৫ সময়সূচী

আমরা এখানে খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সময়সূচী আপডেট করে থাকি। এছাড়া পরীক্ষার ফলাফল প্রকাশ করে থাকি।

খাদ্য মন্ত্রণালয় ঠিকানাঃ ভবন:৪, কক্ষ:২১৪, খাদ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ইমেইলঃ secretary@mofood.gov.bdওয়েবসাইটঃ http://www.mofood.gov.bd

খাদ্য মন্ত্রণালয় ফোন নাম্বারঃ   +৮৮০২৯৫৪০০৮৮  ফ্যাক্স: +৮৮০২৯৫১৪৬৭৮

খাদ্য মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়। দেশের জনগণের নির্ভরযোগ্য খাদ্য নিরাপত্তা,পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করতে ও দরিদ্র জনগণের জন্য খাদ্য সহায়তা প্রদান করতে এই মন্ত্রণালয় গঠিত হয়। ১৯৭২ সালে প্রথম খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রণালয় নামে প্রতিষ্ঠিত হয়। এরপর খাদ্য ও ত্রাণ মন্ত্রণালয়,  খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ইত্যাদি নামে খাদ্য মন্ত্রণালয় চলতো।  খাদ্য মন্ত্রণালয় ২০১২ সালে স্বতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com
KFPlanet BD Blog