ওএসএল ফার্মা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২৭ জুন ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে। নিজের ক্যারিয়ার কোন ঔষধ কোম্পানি দিয়ে শুরু করতে চান সে সকল প্রার্থী OSL Pharma, ওএসএল ফার্মা লিমিটেড জব সার্কুলার দেখতে পারেন। সরাসরি সাক্ষাৎকারে মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগ দেয়া হবে।
OSL Pharmaceuticals বিভিন্ন সেক্টরে ফ্রেশার্স ও অভিজ্ঞ কর্মীদের কর্মজীবনের সুযোগ করে দেয়। তরুণ,পরিশ্রমীদের এবং উদ্যমী মানুষ ঔষধ কোম্পানির প্রমোশন সেক্টরে অগ্রাধিকার দেয়া হয়। OSL Pharma Limited ঔষধ কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তির যে কোন তথ্য জানতে আমাদের পোস্টটা সম্পূর্ণ ভাল করে পড়বেন এরপর আবেদনের সিদ্ধান্ত নিবেন। English Version Circular
ওএসএল ফার্মা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বাংলাদেশে দিন দিন বেকার সমস্যা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। তবে আশার কথা হলো একদিকে যেমন শিক্ষিত বেকার বাড়ছে, অপরদিকে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তবে এসব প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না চাহিদা মতো দক্ষ জনশক্তি। এক্ষেত্রে বিভিন্ন করপোরেট হাউসগুলোতে জায়গা করে নিচ্ছেন বিদেশি নাগরিকরা। ফলে বঞ্চিত হচ্ছে আমাদের যুবসমাজ।
সৎ উদ্দেশ্য নিয়ে কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকলে ওএসএল ফার্মা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে পড়ে আবেদন করতে পারেন। আবেদনের জন্য আপনাকে গ্র্যাজুয়েট,মাস্টার্স পাস করা লাগবে। আকর্ষণীয় বেতনের পাশাপাশি অনেক সুযোগ সুবিধাপ্রাপ্ত হবেন।
ওএসএল ফার্মা লিমিটেড জব সার্কুলার জুলাই ২০২৫
কোম্পানির নাম | ওএসএল ফার্মা লিমিটেড |
চাকরীর ক্যাটাগরি | ঔষধ কোম্পানির চাকরী |
চাকরীর ধরণ | ফুলটাইম |
মোট পদসংখ্যা | সার্কুলার বিজ্ঞপ্তি দেখুন |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক বা স্নাতকোত্তর |
লিঙ্গ | পুরুষ |
সার্কুলার প্রকাশ | ২৭ জুন ২০২৫ |
সাক্ষাৎকার | ০৪ জুলাই ২০২৫ |
আবেদনের সময়সীমা | ০৪ জুলাই ২০২৫ |
অফিশিয়াল লিংক | https://unimedunihealth.com |
পদের নামঃ মেডিকেল প্রমোশন অফিসার (MPO)
পড়াশোনার যোগ্যতা
- যেকোন বিভাগ থেকে গ্র্যাজুয়েট পাস
- এসএসসি/এইচএসসি পর্যন্ত সাইন্স থাকলে অগ্রাধিকার।
- ইংরেজিতে কমুনিকেশন স্কিল ভালো থাকতে হবে।
- ৩২ বছরের উপরের প্রার্থী আবেদন করতে পারবেন না।
দায়িত্বসমূহ
- প্রোডাক্ট প্রমোট করা।
- অর্ডার কালেক্ট করা
- সেলস টার্গেট ফিলাপ করা।
OSL Pharma Limited Job Circular 2025
Application Deadline: 04 July 2025
- জিসকা ফার্মাসিউটিক্যালস চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন
- এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড জব সার্কুলার দেখুন
- নেপচুন ল্যাবরেটরীজ লিমিটেড Neptune জব সার্কুলার
- অপসোনিন ফার্মা চাকরির খবর ২০২৫
🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতে
KFPlanet ফেসবুক পেজ 📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡs ➣টেলিগ্রাম চ্যানেল ফলো করুন 👉 Youtube চ্যানেল সাবস্ক্রাইব করুন। যে কোন সার্কুলার ডাউনলোড করতে আমাদের Mobile APP ইন্সটল করুন।