Skip to content

৫৯৩ জনের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [Polli Biddutayon Board]

    পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

    বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ০১ ধরনের ৫৯৩ পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। পদভেদে বেতন স্কেল ২৫,০০০/- টাকা পর্যন্ত। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাসে brebhr Job Circular এর বিপরীতে  আবেদন করতে পারবেন।

    বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বাপবিবো নিচের শূন্য পদ সমূহ পূরণের জন্য ০৬ জুন মধ্যে আবেদন করতে বলা হয়েছে। Bangladesh Polli Biddutayon Board Job Circular 2023 এর আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। 

    পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি 2023 এর সংক্ষিপ্ত বর্ননা

    বোর্ডের নাম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
    জব টাইপ সরকারি চাকরি 
    পোস্টিং বিভিন্ন ধরনের পদ
    মোট পদ সংখ্যা ৫৯৩ টি  
    শিক্ষাগত যোগ্যতা
    SSC পাস 
    প্রার্থীর বয়সীমা ১৮-৩০ বছর
     বেতন স্কেল ২৫,০০০/- টাকা
    আবেদন শেষ ০৬ জুন ২০২৩
    আবেদনের মাধ্যম সরাসরি উপস্থিত হয়ে
    অনলাইনে আবেদনের লিংক brebr.teletalk.com.bd
    অফিশিয়াল ওয়েবসাইট www.reb.gov.bd

    যে সব পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ হয়েছে

    পদের নামঃ লাইন ক্রু লেভেল ০১
    শূন্য পদঃ ৫৯৩ টি
    বেতনঃ ২৫,০০০/- টাকা
    যোগ্যতাঃ এসএসসি পাস
    অভিজ্ঞতাঃ ০৭ মিনিটে ০১ মেইল মিনি ম্যারাথন করতে হবে।

    বাপবিবো নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের পূর্বের শর্তাবলী

    1. সরাসরি আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০৬ জুন ২০২৩ তারিখ পর্যন্ত।
    2. ২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর হতে হবে। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
    3. মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং প্রতিবন্ধী কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। কোটায় আবেদন করতে হলে অনলাইনে আবেদন ফরমের নির্ধারিত ঘর পূরণ করতে হবে।
    4. নিয়োগের ক্ষেত্রে সরকারী নির্দেশাবলী, কোটা (প্রযোজা ক্ষেত্রে) ও অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে।
    5. নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদন ফরম পূরণ করা যাবে না।
    6. সরকারী/আধা-সরকারী স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং সংক্রান্ত নির্ধারিত ঘর পূরণ করতেহবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।
    7. মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী বাপবিবো’র সমাপ্ত প্রকল্পের যে সকল কর্মকর্তা/ কর্মচারী প্রকল্পের শেষ দিন পর্যন্ত সন্তোষজনকভাবে কর্মে নিয়োজিত ছিলেন তারা সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের ইস্যুকৃত প্রত্যয়নপত্র সংগ্রহ সাপেক্ষে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে তারা আইন অনুযায়ী বয়স শিথিলকরণ সুবিধা পাবেন।
    8. সহামান্য আদালতের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় সংখ্যক পদ সংরক্ষণ করা হয়েছে৷
    9. আবেদনে উল্লিখিত তথ্য প্রমাণের জন্য মূল সার্টিফিকেট ও কাগজ পত্র মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।
    10. নির্বাচনী পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তবে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
    11. বাপবিবো কর্তৃপক্ষ পদের সংখ্যা হাস বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা নিয়োগ সংক্রান্ত যে কোন সিদাত গ্রহণ করার অধিকার সংরক্ষণ করেন।
    12. প্রার্থীদের। শারীরিক, লিখিত ও মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরায় কেবল মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
    13. স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
    14. আবেদন পত্রের তথ্যাবলী অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতিপূর্ণ থাকলে এবং পরবর্তী যে কোন সময় বিষয়টি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃপক্ষের গোচরীভূত হলে তাকে চাকুরী হতে বিনা নোটিশে বরখাস্ত করণসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
    15. চাহিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষায় ত্যাপিয়ার্ড পরার্থীগণের আবেদন বিবেচনা করা হবে না।
    16. চাকুরীর জন্য যে কোন ব্যক্তিগত যোগাযোগ বা তদবির বা সুপারিশ চাকুরী লাভের ক্ষেত্রে প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে।
    17. কোন কারণ দর্শানো বাতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

    পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগের দরকারি লিংকসমূহ 

    Bangladesh Rural Electrification Board এর অনলাইনে আবেদনের টেলিটক লিংক brebr.teletalk.com.bd আর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অফিশিয়াল সাইট http://www.reb.gov.bd

    Bangladesh Polli Biddutayon Board Job Circular 2023 Image 

    বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

    Source: Daily Ittefaq, 16 May 2023

    Application Deadline: Interview and Health Test: 06 June 2023

     

    ১। চাকরির পদবীঃ জিআইএস স্পেশালিস্ট
    পদের সংখ্যাঃ ১ টি
    বেতন স্কেলঃ ৩৩৫০০-৬৭০১০ টাকা
    জাতীয় বেতন গ্রেডঃ ৬
    পড়াশোনার যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি।

    ২। চাকরির পদবীঃ সহকারী সচিব/ সহকারী পরিচালক (প্রশাসন)
    পদের সংখ্যাঃ ১৫ টি
    বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০ টাকা
    জাতীয় বেতন গ্রেডঃ ৯
    পড়াশোনার যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/ সমমানের ডিগ্রি।

    ৩। চাকরির পদবীঃ সহকারী পরিচালক (অর্থ)
    পদের সংখ্যাঃ ৩ টি
    বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০ টাকা
    জাতীয় বেতন গ্রেডঃ ৯
    পড়াশোনার যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/ সমমানের ডিগ্রি।

    ৪। চাকরির পদবীঃ সহকারী প্রকৌশলী
    পদের সংখ্যাঃ ৫ টি
    বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০ টাকা
    জাতীয় বেতন গ্রেডঃ ৯
    পড়াশোনার যোগ্যতাঃ ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক/ সমমানের ডিগ্রি।

    ৫। চাকরির পদবীঃ অর্থনীতিবীদ
    পদের সংখ্যাঃ ১ টি
    বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০ টাকা
    জাতীয় বেতন গ্রেডঃ ৯
    পড়াশোনার যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/ সমমানের ডিগ্রি।

    ৬। চাকরির পদবীঃ সহকারী প্রোগ্রামার
    পদের সংখ্যাঃ ৫ টি
    বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০ টাকা
    জাতীয় বেতন গ্রেডঃ ৯
    পড়াশোনার যোগ্যতাঃ ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক/ সমমানের ডিগ্রি।

    ৭। চাকরির পদবীঃ উপসহকারী প্রকৌশলী
    পদের সংখ্যাঃ ৩৪ টি
    বেতন স্কেলঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা
    জাতীয় বেতন গ্রেডঃ ১০
    পড়াশোনার যোগ্যতাঃ ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি।

    ৮। চাকরির পদবীঃ সহকারী হিসাব রক্ষক
    পদের সংখ্যাঃ ৩ টি
    বেতন স্কেলঃ ১১০০০-৩৮৬৪০ টাকা
    জাতীয় বেতন গ্রেডঃ ১৩
    পড়াশোনার যোগ্যতাঃ স্নাতক ডিগ্রি।

    ৯। চাকরির পদবীঃ ওয়ারলেস টেকনিশিয়ান/ ওয়ারলেস মেকানিক
    পদের সংখ্যাঃ ৪ টি
    বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০ টাকা
    জাতীয় বেতন গ্রেডঃ ১৪
    পড়াশোনার যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

    ১০। চাকরির পদবীঃ তত্ত্বাবধায়ক (সম্পত্তি)
    পদের সংখ্যাঃ ১ টি
    বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০ টাকা
    জাতীয় বেতন গ্রেডঃ ১৪
    পড়াশোনার যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

    ১১। চাকরির পদবীঃ লাইন নির্মাণ পরিদর্শক/ ইন্সপেক্টর
    পদের সংখ্যাঃ ৯ টি
    বেতন স্কেলঃ ৯৭০০-২৩৪৯০ টাকা
    জাতীয় বেতন গ্রেডঃ ১৫
    পড়াশোনার যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

    ১২। চাকরির পদবীঃ ওয়ারলেস অপারেটর
    পদের সংখ্যাঃ ৩ টি
    বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০ টাকা
    জাতীয় বেতন গ্রেডঃ ১৬
    পড়াশোনার যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

    ১৩। চাকরির পদবীঃ কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম-অফিস সহকারি
    পদের সংখ্যাঃ ৪ টি
    বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০ টাকা
    জাতীয় বেতন গ্রেডঃ ১৬
    পড়াশোনার যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

    ১৪। চাকরির পদবীঃ ডাটা এন্ট্রি অপারেটর
    পদের সংখ্যাঃ ৪ টি
    বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০ টাকা
    জাতীয় বেতন গ্রেডঃ ১৬
    পড়াশোনার যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

    ১৫। চাকরির পদবীঃ হেভিকাল মেকানিক
    পদের সংখ্যাঃ ১ টি
    বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০ টাকা
    জাতীয় বেতন গ্রেডঃ ১৬
    পড়াশোনার যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

    ১৬। চাকরির পদবীঃ জেনারেটর অপারেটর
    পদের সংখ্যাঃ ১ টি
    বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০ টাকা
    জাতীয় বেতন গ্রেডঃ ১৬
    পড়াশোনার যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

    ১৭। চাকরির পদবীঃ ইকুপমেন্ট মেকানিক
    পদের সংখ্যাঃ ১ টি
    বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০ টাকা
    জাতীয় বেতন গ্রেডঃ ১৬
    পড়াশোনার যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

    ১৮। চাকরির পদবীঃ স্টোর হেলপার
    পদের সংখ্যাঃ ৫ টি
    বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০ টাকা
    জাতীয় বেতন গ্রেডঃ ২০
    পড়াশোনার যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

    ১৯। চাকরির পদবীঃ সহকারী জেনারেল ম্যানেজার
    পদের সংখ্যাঃ ২১ টি
    বেতন স্কেলঃ ৪১,৮০০-৪৩,৫০০/- টাকা
    বেতন গ্রেডঃ পবিস বেতন কাঠামো ২০১৬
    পড়াশোনার যোগ্যতাঃ বিএসসি/ সমমানের ডিগ্রি।

    ২০। চাকরির পদবীঃ সহকারী জেনারেল ম্যানেজার-সদস্য সেবা
    পদের সংখ্যাঃ ০৭ টি
    বেতন স্কেলঃ ৪১,৮০০-৪৩,৫০০/- টাকা
    বেতন গ্রেডঃ পবিস বেতন কাঠামো ২০১৬
    পড়াশোনার যোগ্যতাঃ বিএসসি,অনার্স সমমানের ডিগ্রি।

    ২১। চাকরির পদবীঃ মিটার টেস্টার
    পদের সংখ্যাঃ ৪৯ টি
    বেতন স্কেলঃ ১৮,৩০০-১৯,২০০/- টাকা
    বেতন গ্রেডঃ পবিস বেতন কাঠামো ২০১৬
    পড়াশোনার যোগ্যতাঃ এইচএসসি (বিজ্ঞান গ্রুপ থেকে)

    ২২। পদের নামঃ  সহকারি জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম/ইএন্ডসি/এআরইউ/পিএন্ডএম/ ইআরসি/এসএন্ডপি/জিএস-১১০
    শূন্য পদঃ ১১০ টি
    বেতনঃ ২৯,৬০০/- থেকে ৯১,০৮০/- টাকা
    যোগ্যতাঃ ডিপ্লোমা, কম্পিউটার, অটোক্যাড

     

    🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতেঃ 

    👉KFPlanet ফেসবুক পেজ লাইক দিন   📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡs ফলো করুন  ➣Telegram Channel ফলো করুন ➣ Youtube Channel সাবস্ক্রাইব করুন। ➣ সার্কুলার ডাউনলোড করতে KF-Mobile APP ইন্সটল করুন।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com