বাংলাদেশের সকল সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিএসসি ভর্তি বিজ্ঞপ্তি 2024-25
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর পরিচালিত ০৪ বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ পেয়েছে। ২০২৩,২০২৪ সালে এইচএসসি বিজ্ঞানে পাশ হয়ে থাকেন তাহলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2025-26 দেখে আবেদন করতে পারবেন।
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে। তবে সরকারিভাবে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে ভাল ক্যারিয়ার গড়ার ভিত্তি গড়ে তুলতে পারেন। নিচে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫,bsc dot admission এর বিস্তারিত দেয়া হলোঃ
বস্ত্র অধিদপ্তরের অধীন সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫
কোর্সের নামঃ বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ( ০৪ বছর মেয়াদী )
শিক্ষাবর্ষ ঃ ২০২৪-২০২৫
আবেদন শুরু হবেঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৫ থেকে
আবেদনের শেষসিমাঃ ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত
ভর্তি পরীক্ষার তারিখঃ ১০ মে ২০২৪
পরীক্ষার সময়ঃ সকাল ১০ টা হতে ১১.২০
ফলাফল প্রকাশঃ ১৩ মে ২০২৫
আবেদন ফিঃ ১০০০/- টাকা
সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে মোট আসনসংখ্যাঃ ৯৬০ টি
বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষার তারিখ
আগামী ১০ মে ২০২৪ তারিখে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষার দিন নির্ধারন করা হয়েছে। সকাল ১০ টা থেকে ১১ টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার কেন্দ্র, প্রবেশপত্র ডাউনলোড, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪, Sarkari Textile Engineering College BSC Admission Circular 2025 থেকে দেখে নিন।
বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নাম
- শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ
- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,নোয়াখালী
- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,চট্টগ্রাম
- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,পাবনা
- শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,বরিশাল
- ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুর।
- শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ।
- শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,জামালপুর।
- ➸ বস্ত্র অধিদপ্তর বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিএসসি কলেজে ভর্তি হতে চাইলে আপনাকে নুন্যতম যোগ্যতা প্রয়োজন হয়। সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ্যতা নিচ থেকে দেখে নিনঃ
- জন্মগতভাবে/ নাগরিকত্ব গ্রহন অনুসারে বাংলাদেশি হতে হবে।
- এইচ.এস.সি বিজ্ঞান বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ২০২৩,২০২৪ সালে।
- এসএসসি/এইচএসসি পরীক্ষায় নুন্যতম ৪.০ পয়েন্ট থাকতে হবে।
- এইচএসসি পরীক্ষায় ইংরেজি,রসায়ন, পদার্থ ও গনিতে মোট জিপিএ নুন্যতম ১৫ পয়েন্ট থাকতে হবে।
- এইচএসসি পরীক্ষায় ইংরেজি,রসায়ন, পদার্থ ও গনিতে আলাদাভাবে ৩.০০ পয়েন্ট থাকতে হবে।
- O এবং A লেভেল শিক্ষার্থীরা নিচের সার্কুলার দেখুন।
সরকারি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তির আবেদন পক্রিয়া
- টেলিটকের সিমের মাধ্যমে আবেদন করতে হবে।
- আবেদন ফি ১০০০ টাকা ফলে সিমে পর্যাপ্ত ব্যালেন্স রাখতে হবে।
- Textile Engineering College Admission Circular 2025-26 এর বিস্তারিত নিচে দেখুনঃ
আপনাকে টেলিটক সিম সংবলিত মোবাইল ফোন থেকে এমএসএস অপশনে যেতে হবে।
তারপর ০১)
DOT<স্পেস> আপনার এইচএসসি বোর্ডের প্রথম তিনটি অক্ষর <স্পেস> এইচএসসি রোল <স্পেস> এইচএসসি বর্ষ <স্পেস> আপনার এসএসসি বোর্ডের প্রথম তিনটি অক্ষর<স্পেস> এসএসসি রোল <স্পেস> এসএসসি বর্ষ <স্পেস> কলেজের কলেজের পছন্দ তালিকা কোড <স্পেস> কেন্দ্রের কোড
তারপর ০২)
আপনার টেলিটক নম্বর থেকে 16222 এ সেন্ড করে দিন।
উদাহরণ:DOT RAJ 555666 2023 RAJ 777888 2023 JPNPZKRG J
তারপর ৩)
আপনার এসএমএস সফলভাবে সেন্ড হয়ে গেলে আপনার নাম, ভর্তি ফি ও পিন জানিয়ে একটি রিটার্ন এসএমএস আসবে। তখন আপনাকে একই মোবাইল নম্বর থেকে টাইপ করতে হবেঃ
DOT <স্পেস> YES <স্পেস> PIN <স্পেস> Mobile Number (যে কোনও)
এবার আপনার টেলিটক নম্বর থেকে এটি 16222 এ পাঠান
উদাহরণ: DOT YES 1234 YOUR MOBILE NUMBER
এবার, আবেদন ফি কেটে নিয়ে ইউজার আইডি, পাসওয়ার্ড সংবলিত এসএমএস দেয়া হবে। প্রবেশ পত্র ডাউনলোড করার জন্য এই তথ্য সংরক্ষণ করুন।
Sarkari Textile Engineering College BSC Admission Circular 2025
সরকারি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি ২০২৫
আবেদন ফি কত?
আবেদন ফি ১০০০ টাকা টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে। অনলাইন যথাযতভাবে ফর্ম পূরণ করার পর সাবমিট করলে একটি ইউজার আইডি পাবেন। সেই ইউজার আইডি ব্যাবহার করে আবেদন ফি জমা দিতে হবে।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড
প্রবেশপত্র ডাউনলোড করতে আপনাকে http://dot.teletalk.com.bd যেতে হবে এবং এসএমএ পাওয়া User ID & Password দিয়ে সাইটে প্রবেশ করতে হবে। ছবি ও সাক্ষর অপশন দেখতে পাবেন। আপলোড করতে আপনার যা লাগবেঃ
- আবেদনকারীর 300 × 300 পিক্সেল ছবি যার সাইজ হবে 100 kb (সর্বাধিক)
- আবেদনকারীর 300 × 80 পিক্সেল সাক্ষরের ছবি যার 60 kb (সর্বাধিক)
আপলোড হয়ে গেলে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইটঃ Department of Textiles Government of the People’s Republic of Bangladesh