Skip to content

০৩ ক্যাটাগরির ৭১ পদে স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ!

    স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩  প্রকাশ পেয়েছে ১৪ মার্চ ২০২৩ তারিখে KFPlanet সাইটে। এবার স্বাস্থ্য অধিদপ্তরে চাকরির সার্কুলার অনুসারে মোট ৯২+৭১ টি পদে জনবল নিয়োগ দিবে। স্বাস্থ্য অধিদপ্তরের চাকরির খবর সহ আমাদের সাইটে সরকারি চাকরির খবর ও বেসরকারি চাকরির খবর পাবেন সবার আগে। নিচে দেয়া Sastho Odhidoptor Job Circular 2023 নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করুন আর চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিন।

    স্বাস্থ্য অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 

    স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2023 বছরের প্রায় সময়ই চলমান থাকে। স্থায়ী পদে, অস্থায়ী পদে,চুক্তিভিত্তিক ভাবে, বিভিন্ন কর্মসূচি প্রকল্প ভিত্তিতে জনবল নিয়ােগ দিয়ে থাকে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর আউটসোর্সিং নিয়োগ এর জন্যেও জব সার্কুলার প্রকাশ করে থাকে। সকল শুন্য পদসমূহের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে বা ডাকযোগে দরখাস্ত করা যায়। পদভেদে নারী ও পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারেন। স্বাস্থ্য অধিদপ্তরের চলমান সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হলঃ

    জব টাইপ সরকারি অধিদপ্তরে চাকরি
    অধিদপ্তরের নাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তর
    বিজ্ঞপ্তি প্রকাশ ১৩ ফেব্রুয়ারি, ১৪ মার্চ ২০২৩
    বিজ্ঞপ্তির উৎস জাতীয় দৈনিক পত্রিকা
    মোট পদ সংখ্যা ৯২+৭১ টি পদে
    কত ক্যাটাগরি ১৭+৩ ক্যাটাগরির পদে
    শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা এসএসসি,এইচএসসি,ডিপ্লোমা, স্নাতক, এমবিবিএস
    বয়সসীমা ১৮-৬০ বছর বয়স হতে হবে
    আবেদনপত্র দেয়ার মাধ্যম সম্পুর্ন অনলাইনে
    আবেদন ফি ৩৩৪/-৫০০/- টাকা (সার্ভিস চার্জসহ)
    আবেদন ফি জমাদান টেলিটক এসএমএস
    আবেদন শুরু হবে ১৪ ফেব্রুয়ারি, ১৬ মার্চ ২০২৩
    আবেদনের শেষ তারিখ ১৫,৩০ মার্চ বিকাল ০৫ টা  
    আবেদনের সময় 10 AM to 5 PM 
    অনলাইনে আবেদনের লিংক Sastho Odhidoptor Job Apply
    অফিশিয়াল ওয়েবসাইটঃ www.dghs.gov.bd

    স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে অন্যান্য পোস্ট দেখতে পারেনঃ

    স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগের অনলাইনে আবেদনের শর্ত ও নিয়মাবলী

    1. আগ্রহী চাকরি প্রার্থীকে নিচে দেয়া ঢুকে আবেদনপত্র পূরণ ও প্রেরণ করতে হবে। সরাসরি/ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
    2. আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (৩০০*৩০০) পিক্সেল এবং স্বাক্ষর ( ৩০০* প্রস্থ ৮০) পিক্সেল স্ক্যান করে নির্ধারিত
      স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ kbও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ kb এর মধ্যে হতে হবে।
    3. আবেদনের সময়সীমার মধ্যে সঠিক ও নির্ভুল্ভাবে আবেদনপত্র পূরণ করার পর আবেদন পত্র সাবমিট করুন। এরপর আপনি একটা ইউজার আইডি পেয়ে যাবেন।
    4. User ID প্রাপ্ত প্রার্থীগণ সে সময় থেকে পরবর্তী ৭২ বোহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি বা পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
    5. নিয়োগ ও কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিমালা আরোপিত হবে।
    6. আবেদনকারীর বয়স ২৫/০৩/২০ ইং তারিখে সর্বনিন্ন ১৮ (আঠার) এবং সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বৎসর হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান/প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বেত্রিশ) বৎসর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
    7. সরকারি/আধা সরকারি স্বায়তৃশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
    8. প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
    9. স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ ২০২৩ সার্কুলারে উল্লেখিত পদের সংখ্যা কম/বেশি করার ক্ষমতা রাখে অধিদপ্তর এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
    10. প্রাণীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোনো দৈনিক ভাতা ও যাতায়ত ভাতা প্রদান করা হবে না।
    11. নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
    12.  কে এফ প্ল্যানেট ফেসবুক পাতায় লাইক দিন 

     

    স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগের প্রয়োজনীয় ডকুমেন্টসঃ 

    1. মৌখিক পরীক্ষার সময় কাগজপত্রসমূহের মূলকপি প্রদর্শন করতে হবে
    2. সকল ডকুমেন্টসের ০২ কপি সত্যায়িত কপি জমা দিতে হবে (সকল সত্যায়ন/প্রত্যয়ন সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক করতে হবে)
    3. সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি।
    4. চাকুরীর আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখ করতঃ) জাতীয়তা সনদপ্রের মুল/সত্যায়িত কপি ।
    5. প্রথম শ্রেণির গেজেডেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ।
    6. বীর মুক্তিযোদ্ধার সন্তান, সন্তানদের সন্তান কোটায় আবেদনকারীকে মুক্তিযোদ্ধার সহিত সম্পর্ক বিষয়ে পৌর মেয়র/সিটি কর্পোরেশেনের ওয়ার্ড কাউন্সিলর/ইউ.পি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্র সংযুক্ত করতে হবে
    7.  ক্ষুদ্র নূ গোষ্ঠী ও অন্যান্য কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে
    8. শুধু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তর গ্রুপে জয়েন করুন।

    Sastho Odhidoptor Job Circular 2023

    1 hed

    2 hed

    Application Deadline: 30 March 2023

     

    সার্কুলার ০২ঃ   পদের নামঃ হিসাবরক্ষক ২, হিসাবরক্ষক (শিশু বিকাশ কেন্দ্র ১, অফিস ম্যানেজার ১, অফিস ম্যানেজার/কম্পিউটার অপারেটর, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই)/(ইপিআই টেকনিশিয়ান),মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)/(ল্যাবরেটরি টেকনিশিয়ান) ০২, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি/রেডিওগ্রাফার) ০১ , জুনিয়র মেকানিক ১, প্রধান সহকারী ১

    1 sastho odhidoptor j

    ihsm

    Source: Daily Jugantor, 13 February 2023

    Application Deadline: 15 March 2023

    সার্কুলার ০৩ঃ  সিনিয়র ইনস্ট্রাক্টর (শিশুস্বাস্থ্য), ট্রেনিং কো-অর্ডিনেটর, শিশুস্বাস্থ্য চিকিৎসক, শিশু মনোবিজ্ঞানী, ডেভেলপমেন্ট থেরাপিস্ট, সার্ভিলেন্স মেডিকেল অফিসার (এমঅ্যান্ডই), কোয়ালিটি অফিসার, রিজিওনাল কো-অর্ডিনেটর (কোয়ালিটি)

    2 sastho odhidoptor j

    ihsm

    Source: Daily Jugantor, 13 February 2023

    Application Deadline: 15 March 2023

    স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগঃ

    স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা-১২১২,বাংলাদেশ।

    ফোনঃ ৮৮০-২-৫৮৮১৬৪১২; ৮৮০-২-৫৮৮১৬৪৫৯

    ইমেইলঃ info@dghs.gov.bd; ওয়েবঃ http://www.dghs.gov.bd

     

    অল্টারনেটিভ মেডিকেল কেয়ার নিয়োগ

    স্বাস্থ্য অধিদপ্তর আউটসোর্সিং নিয়োগ ২০২৩

    National Tuberculosis Control Program (NTP) Job

     

    সিনিয়র স্টাফ নার্স নিয়োগের স্বাস্থ্য পরীক্ষার বিজ্ঞপ্তি দেখুন 

     

    🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতে 

    KFPlanet ফেসবুক পেজ   📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡsটেলিগ্রাম চ্যানেল ফলো করুন 👉 Youtube চ্যানেল সাবস্ক্রাইব করুন। যে কোন সার্কুলার ডাউনলোড করতে আমাদের Mobile APP ইন্সটল করুন। 

     

    16 thoughts on “০৩ ক্যাটাগরির ৭১ পদে স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ!”

    1. MD.ASADUL ISLAM CO- 2216

      চাকরি পাওয়াটা বিষয় মেয়াদ নয়।ভাগ্য পরিক্ষা করেন।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com