বাংলাদেশ চা বোর্ডে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (JSC,SSC,HSC পাসে)

চা বোর্ডে চাকরি বা নিয়োগ বিজ্ঞপ্তি খবর নিয়ে হাজির হয়েছি আমরা। চা বোর্ডের অধীনে চাকরি খুঁজছেন ? সম্প্রতি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক ০৯ ধরনের ৪৮ পদের জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চা বোর্ডের সরকারি চাকরিতে আবেদন করে চেষ্টা করতে পারেন। আবেদন করা যাবে আগামী ২৩ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ চা বোর্ডে বিভিন্ন ধরনের পদে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য ডাকযোগে আবেদনপত্র আহ্বান করেছে। বেতন গ্রেড হবে ১৪,১৬,২০ । জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে বেতন স্কেল দাঁড়াবে ৮,২৫০-২০,০১০/- ৯,৩০০-২২,৪৯০/- থেকে ১০,২০০-২৪,৬৮০/-  টাকা মাসিক (পদভেদে)। এছাড়া সরকারি চাকরির সকল সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন। 

বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ তথ্য

প্রতিষ্ঠানের নাম Bangladesh Tea Board btb
চাকরির ক্যাটাগরিসরকারি চাকরি
নিয়োগ শিরোনাম ইংরেজিBangladesh Tea Board btb Job Circular 2023
বিজ্ঞপ্তি প্রকাশ০১ জানুয়ারি ২০২৫
কত ক্যাটাগরি?০৯ ধরনের
পদের সংখ্যা৪৮ টি পদ
বয়স হতে হবে১৮-৩০ বছর (জেনারেল)
বেতন স্কেল৮,২৫০-২০,০১০/- থেকে ১০,২০০-২৪,৬৮০/-
বেতন গ্রেড১১,১৪,১৬,১৯,২০
শিক্ষাগত যোগ্যতাJSC, SSC, HSC, Honors
আবেদনের মাধ্যমডাকযোগের মাধ্যমে
আবেদন ফি১০০,২০০ টাকা
আবেদন শুরু০১ জানুয়ারি ২০২৫
আবেদন শেষ২৩ জানুয়ারি ২০২৫
অফিসিয়াল ওয়েবসাইটhttp://www.teaboard.gov.bd

বাংলাদেশ চা বাগানে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

বাংলাদেশ চা বোর্ডে চাকরির সার্কুলার ২০২৫

2024 12 31 09 05 e657b8c83a547de3f4ae2da696f44393 1

2024 12 31 09 05 e657b8c83a547de3f4ae2da696f44393 2

 

Application Deadline: 23 January 2025

কে এফ প্ল্যানেট ফেসবুক লাইক দিন! 

বাংলাদেশ চা বোর্ড সম্পর্কে

বাংলাদেশ চা বোর্ড একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেটি চা উৎপাদন, নিয়ন্ত্রণ এবং চা উৎপাদনে উৎসাহমুখী নীতি প্রণয়নের দায়িত্ব পালন করে।বাংলাদেশ চা বোর্ড নাসিরাবাদ,চট্টগ্রাম, বাংলাদেশে অবস্থিত। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, শেখ মুজিবুর রহমান, এই বোর্ডের একজন প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। বর্তমানে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: সাফিনুল ইসলাম, chairman@teaboard.gov.bd আর চা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটঃ www.teaboard.gov.bd

বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যক্রম হচ্ছে চা শিল্পের উন্নয়ন , বিপণন ও রপ্তানী বৃদ্ধির জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ, নিত্য নতুন চা বাগান প্রতিষ্ঠা ও  চা বাগান পুর্নবাসন, বাংলাদেশে উৎপাদিত চায়ের উপর কর আরোপ ও সামগ্রিকভাবে চা শিল্পের কার্যক্রম নিয়ন্ত্রণ করা। বাংলাদেশ চা বোর্ড নাসিরাবাদ, চট্টগ্রাম, বাংলাদেশে অবস্থিত। বাংলাদেশের চা শিল্পকে পরিচিত করতে একটি মাধ্যম গড়ে তোলা এবং দেশে-বিদেশে চাপ্রেমীদের কাছে এ শিল্পকে তুলে ধরাই এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য

10 thoughts on “বাংলাদেশ চা বোর্ডে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (JSC,SSC,HSC পাসে)

  1. আমি চা কোম্পানির একটি ভালো চাকরি করিতে ইচ্ছুক।

    1. আমি চা বোর্ডে আবেদন করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com
KFPlanet BD Blog