টেলিটক বাংলাদেশ লিঃ এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বেতন কাঠামো ০৯ গ্রেডে টেলিটক বাংলাদেশ লিমিটেড এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে টেলিটক বাংলাদেশ। ডাক ও টেলিযোগাযোগের অধীনে সরকারি টিবিএল চাকরিটি করতে আপনাকে বিএসসি পাস করতে হবে। আবেদন ১২ জুন ২০২৩ খ্রিঃ শুরু হয়ে চলবে ৩০ জুন ২০২৩ পর্যন্ত।

টেলিটক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর। টেলিটক বাংলাদেশ লিঃ ২০০৪ সালে যাত্রা শুরু করে। ২০২৩ এর হিসাব মতে টেলিটকের গ্রাহক সংখ্যা ৬.২৭  মিলিয়ন। রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স, গুলশানে প্রধান কার্যালয় অবস্থিত টেলিটকের। Teletalk Bangladesh Ltd – Amader Phone টেলিটকের শ্লোগান।

টেলিটক বাংলাদেশ লিঃ এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

নিয়োগের শিরোনাম টেলিটক নিয়োগ
জব টাইপ সরকারি চাকরি
জেলা সকল জেলা
ওয়েব teletalk.com.bd
কত ধরনের? ১ ধরনের
মোট পদ ০২ টি
বেতন গ্রেড —
যোগ্যতা আইনজীবী
বয়স সর্বোচ্চ ৫০ বছর
আবেদন শুরু ২৮ জুলাই ২০২৩
আবেদন শেষ ১১ আগস্ট ২০২৩
আবেদন ফি —টাকা
আবেদন প্রক্রিয়া অনলাইনে

 

পদের নামঃ প্যানেল আইনজীবী ০২ টি পদ 

যোগ্যতাঃ সুপ্রিম কোর্টে ১০ বছরের অভিজ্ঞতা দরকার হবে।

teltalk

পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল) ০৮ টি পদ 

শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি পাস করতে হবে। তবে গ্রেডিং সিস্টেমে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফাইভ পেতে হবে এবং স্নাতকে ৩ পেতে হবে জিপিএ ৪ এর মধ্যে।

আবেদনকারীর বয়সঃ ৩০ জুন ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।

বেতন স্কেলঃ ২৫,৫০০-৪৮,১৫০ টাকা (গ্রেড-৯)

আবেদন পক্রিয়াঃ 

  1. ভাইভা/মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যােগ্যতার সার্টিফিকেট মূল কপি দাখিল করতে হবে।
  2. আগ্রহী প্রার্থীগণ টেলিটকের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে।
  3. আবেদনপত্র সাবমিটের ৭২ ঘন্টার মধ্যে টেলিটকের প্রি-পেইড মােবাইলের মাধ্যমে এক হাজার টাকা ফি দিতে হবে।
  4. চাকরি প্রার্থীরা আগামী ১২ জুন সকাল ১০ টা থেকে ৩০ জুন বিকাল ৫ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
  5. সরাসরি কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
  6. আবেদন করার সময় ৩০০x৩০০ পিক্সেল এর পাসপোর্ট সাইজের কালার ছবি এবং স্বাক্ষর ৩০০x৮০ পিক্সেল এর স্ক্যান কপি আপলােড করতে হবে।
  7.  সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত থাকলে কর্তৃপক্ষের অনাপত্তি/ছাড়পত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।
  8.  লিখিত ও মৌখিক পরীক্ষায় কোনাে টিএ/ডিএ প্রদান করা হবে না।
  9. টেলিটক কর্তৃপক্ষ এই নিয়ােগ বিজ্ঞপ্তি সংশােধন/বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।
  10. এসএমএস / ই-মেইল এর মাধ্যমে পরীক্ষার সময়সূচি ও স্থান জানানাে হবে।

circular 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com