ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফরম ফিলাপ ২০২৪-ডিগ্রি তৃতীয় বর্ষ ফরম পূরণের বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফরম ফিলাপ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ২০২৩ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পুরণ ০৭ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত করতে পারবেন।

২০২৩ সালের ডিগ্রী পাস সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ অনলাইনে সম্পন্ন করা হবে। পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে। উল্লিখিত পরীক্ষার আবেদন ফরম, বিবরণী ফরম, আনুষঙ্গিক কাগজপত্র পূরণ ও জমাদানের তারিখ এবং ফরম পূরণেরবিস্তারিত নিয়মাবলী নিচে দেয়া হয়েছেঃ

০১।  সন্তাব্য পরীক্ষার্থীর তালিকা, বিষয় সংকেত বিবরণী, প্রশ্নপত্রের চাহিদা ফরম ও ডাটা এন্ট্রি সফটওয়ার সংগ্রহঃ 

সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা, বিষয় সংকেত বিবরণী ফরম, প্রশ্নপত্রের চাহিদা ফরম, ডাটা এন্ট্রি সফটওয়ার ও পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীসহ প্রয়োজনীয় তথ্যাদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব-সাইটে পাওয়া যাবে। উক্ত ওয়েবসাইট যথাসময়ে চালু হবে এবং ডাটা এন্ট্রর নির্ধারিত সময়ের পর তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে ডাটা এন্ট্রি সম্পন্ন করতে হবে।

০২। শিক্ষার্থীর ডাটা এন্ট্রি, নিশ্চয়ন, বিবরণী ফরম,প্রশ্নপত্রের চাহিদা ফরম পুরণ ও জমা করার তারিখঃ 

  1. শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফরম পূরণের আবেদন শুরু  ০৭/০৪/২০২৩ হয়ে  ১৭/০৫/২০২৩ পর্যন্ত।
  2.  শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফরম কলেজে জমা দেয়ার শেষ তারিখ  ১৯/০৫/২০২৩
  3.  শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ (কলেজ কর্তৃক)  ২২/০৫/২০২৩ হতে ২৬/০৫/২০২৩পর্যন্ত
  4.  সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ (কলেজ কর্তৃক)  ২৯/০৫/২০২৩ হতে ৩১/০৫/২০২৩পর্যন্ত
  5.  ফিস বিবরণী, শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখা/ত্ব-স্ব আঞ্চলিক কেন্দ্রে জমা দেয়ার শেষ তারিখ ০৫/০৬/২০২৩

৩। ২০২৩ সালের ডিরী পাস সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার নির্ধারিত ফি (প্রতি পরীক্ষার্থী)

  •  ৩য় বর্ষ- (৭০০ নম্বর) – নিয়মিত ১৪০০/- (মার্কসিট ৭০০ টাকা  ও সার্টিফিকেট তাক টাকা ও ইনকোর্স ১০০/-) এবং ব্যবহারিক ফি প্রতি বিষয়ে ১৫০/- হারে
  •  সার্টিফিকেট কোর্স ৬০০/- (প্রতি পত্রে ১০০/- হারে + ইন-কোর্স ১০০/-+ মার্কসিট ৩০০/-) গ) ৩য় বর্ষ অকৃতকার্য (এক বা একাধিক পত্র)/থেড উন্নয়ন ৩০০/- + প্রতি পত্রে ১০০/- হারে
  •  ব্যবহারিক কেন্দ্র ফি  ১০০/- (প্রতি বিষয়ে)
  • কেন্দ্র ফি – 8৫০/-
  • ফি গুলা বিশ্ববিদ্যালয়ে জমা হবে না
  • প্রতি বর্ষে ভর্তির সময় ২০০/- টাকা হারে ইন-কোর্স (নিয়মিত/প্রাইভেট ও সার্টিফিকেট কোর্স) ফি সংশ্রিষ্ট কলেজ গ্রহণ করে ইন-কোর্স পরীক্ষা সম্পন্ন করবে)

 

৪। পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলী

A) ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা (নিয়মিত) 

  1. ২০২৩-১৮শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ও ২০২৩ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০২৩ সালের ডিগ্রী পাস সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ 0১/:011050) হয়েছে তারা এ পরীক্ষায় অংশগ্রহণ করবে ।
  2. উপরোক্ত শিক্ষার্থীদেরকে ৩য় বর্ষে “ইংরেজি” আবশ্যিকপত্রসহ নৈর্বাচনিক বিষয়গুলোর ৫ম ও ৬ষ্ঠ পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  3. এ সকল শিক্ষার্থীদেরকে ব্যবহারিক সম্বলিত বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

 

B) ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা (অনিয়মিত)

  1.  ২০১৪-১৫, ২০১৫-২০১৬ ও ২০১৬-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০১৫, ২০১৬ ও ২০২৩ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীযারা ২০১৬, ২০২৩, ২০২৩ ও ২০২৩ সালের ডিথ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে কিন্তু ২০২৩২০২৩ ও ২০২৩ সালের ৩য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেনি তারা এ পরীক্ষায় অংশগ্রহণ করবে
  2. উপরোক্ত শিক্ষার্থীদেরকে ওয় বর্ধে “ইংরেজি” আবশ্যিকপত্রসহ নৈর্বাচনিক বিষয়গুলোর ৫ম ও ৬ষ্ঠ পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  3. ২০১৪-১৫, ২০১৫-২০১৬ ও ২০১৬-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০১৫, ২০১৬ ও ২০২৩ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৬, ২০২৩ ও ২০২৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে ।
  4.  ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ২০২৩ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০২৩ সালের ৩য় বর্ষের চূড়ান্ত ব্যবহারিকপরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে তারা শেষ বারের মতো ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। উল্লেখ্যব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হলে একজন শিক্ষার্থী শুধুমাত্র একবার পরবর্তী শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের সাথে উক্ত ব্যবহারিক পরীক্ষায় অংশখহণের সুযোগ পাবে। ব্যবহারিক পরীক্ষায় ন্যুনতম 1) থেড পেতে হবে। ব্যবহারিক পরীক্ষায় মানোন্নয়নে
    নেই।
  5. ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা (মানোন্নয়ন)
  6. ২০২৩ সালের ডিত্রী পাস সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশের পর 0017১ 2.25 বা এর কম প্রাপ্ত শিক্ষার্থীরা
  7. পূর্বে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করে নাই ৩য় বর্ষের এমন সর্বোচ্চ দু’টি কোর্সে মানোন্নয়ন (0 এবং 1) গ্রেড প্রাপ্ত) পরীক্ষা দিতে পারবে।
  8. ব্যবহারিক পরীক্ষায় মানোন্নয়নের সুযোগ নাই ।

 

degree 3
visa.kfplanet.com

সকল পত্রের পরীক্ষায় উপস্থিত থাকতে হবে। * লিখিত ও ইন-কোর্স পরীক্ষার নম্বর যোগ করে ফলাফল নির্ধারণ করা হবে। পূর্ণাঙ্গ রেগুলেশন বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট₹৮৮৮৮%,10.20.1)0 এ দেওয়া আছে।Regs উক্ত পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ওয়েব-সাইট ৮/৮/৮৮.7100.901)0 /5৮/%.707)0.17100মারফত জানানো হবে। সংশ্লিষ্ট কলেজ ও কেন্দ্রের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ ওয়েব-সাইট থেকে তথ্য সংগ্রহ করে নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে এবং সংশ্লিষ্ট ছাত্রছাত্রী//অভিভাবককে অবহিত করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় কৃর্ক জারীকৃত স্বাস্াবিধি সংক্রান্ত নিদের্শনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফরম ফিলাপ ২০২৩

degree 1

ডিগ্রি তৃতীয় বর্ষ ফরম পূরণের বিজ্ঞপ্তি ২০২৩

degree 2

degree 3

ডিগ্রি ৩য় বর্ষ বিশেষ পরীক্ষার ফরম ফিলাপ ২০২৩

 

ডিগ্রি ৩য় বর্ষ বিশেষ পরীক্ষার ফরম ফিলাপ ২০২৩

nu 3rd 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com