Skip to content

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীনে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ খাতে আধুনিকায়ন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিইপিআরসি গঠিত হয় ২০১৫ সালে। বিদ্যুৎ ও জ্বালানি প্রযুক্তি নিয়ে গবেষণা করা মুলত বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের কাজ।

    পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন

    বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল এর শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য বলা হয়েছে। আগামী ০৪ আগস্টের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। বিঃদ্রঃ অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না। 

    বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এর ঠিকানাঃ 

    আইইবি ভবন (১২তম তলা), রমনা, ঢাকা-১০০০

    বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তির সারাংশ ও উল্লেখিত পদের বিস্তারিত

     

    বিজ্ঞপ্তির শিরোনাম বিইপিআরসি নিয়োগ
    বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ৩০ জুন ২০২৩ তারিখে 
    আবেদনের সময়সীমা০৪ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত  
    চাকরির ধরনসরকারি চাকরি ফুলটাইম 
    সার্কুলার সোর্সজাতীয় দৈনিক পত্রিকা
    মোট পদ সংখ্যা৩৮ টি
    পদের ক্যাটাগরি১২ টি
    বয়সসীমা৩০ বছর
    মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধি কোঠা৩২ বছর
    আবেদন ফি২২৪ ও ৫৬০ টাকা
    আবেদন ফি জমাদানSMS এর মাধ্যমে
    আবেদনের মাধ্যমঅনলাইনে
    প্রবেশপত্রমেসেজ ও ওয়েবসাইটে জানানো হবে
    ইপিআরসি ওয়েবসাইটhttp://eprc.gov.bd
    অনলাইনে আবেদনের লিংকbeprc.teletalk.com.bd

    ০১) পদের নামঃ সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ)
    পদ সংখ্যাঃ ০১ টি
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রী।
    বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/-
    বেতন গ্রেডঃ ০৯

    ০২) পদের নামঃ সহকারী পরিচালক (ইনোভেশন)
    পদ সংখ্যাঃ ০১ টি
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রিসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
    বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/-
    বেতন গ্রেডঃ ০৯

    ০৩) পদের নামঃ সহকারী পরিচালক (ইনকিউবেশন)
    পদ সংখ্যাঃ ০১ টি
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রিসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
    বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/-
    বেতন গ্রেডঃ ০৯

    ০৪) পদের নামঃ সহকারী পরিচালক (অন্ট্রাপ্রাণারশীপ)
    পদ সংখ্যাঃ ০১ টি
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
    বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/-
    বেতন গ্রেডঃ ০৯

    ০৫) পদের নামঃ সহকারী পরিচালক (মানবসম্পদ উন্নয়ন ও জনসংযোগ)
    পদ সংখ্যাঃ ০১ টি
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
    বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/-
    বেতন গ্রেডঃ ০৯

    ০৬) পদের নামঃ সহকারী প্রগ্রামার
    পদ সংখ্যাঃ ০১ টি
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/সমমান ডিগ্রি থাকতে হবে।
    বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/-
    বেতন গ্রেডঃ ০৯

    ০৭) পদের নামঃ হিসাবরক্ষণ কর্মকর্তা
    পদ সংখ্যাঃ ০১ টি
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
    বেতন স্কেলঃ ১৬,০০০-৩৮,৬৪০/-
    বেতন গ্রেডঃ ১০

    ০৮) পদের নামঃ হিসাব রক্ষক
    পদ সংখ্যাঃ ০১ টি
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/সমমান ডিগ্রি থাকতে হবে।
    বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০/-
    বেতন গ্রেডঃ ১৩

    ০৯) পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর 
    পদ সংখ্যাঃ ০১ টি
    শিক্ষাগত যোগ্যতাঃ ২য় শ্রেনির স্নাতক/সমমান ডিগ্রি থাকতে হবে।
    বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
    বেতন গ্রেডঃ ১৬

    ১০) পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 
    পদ সংখ্যাঃ ০৫ টি
    শিক্ষাগত যোগ্যতাঃ ২য় শ্রেনির স্নাতক/সমমান ডিগ্রি থাকতে হবে।
    বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
    বেতন গ্রেডঃ ১৬

    ১১) পদের নামঃ গাড়ি চালক 
    পদ সংখ্যাঃ ০৭ টি
    শিক্ষাগত যোগ্যতাঃ  অষ্টম শ্রেনি/সমমান পাস হতে হবে।
    বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
    বেতন গ্রেডঃ ১৬

    ১২) পদের নামঃ অফিস সহায়ক 
    পদ সংখ্যাঃ ১৭ টি
    শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান পাস হতে হবে।
    বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০/-
    বেতন গ্রেডঃ ২০

    বিইপিআরসি নিয়োগের শর্তাবলি আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শর্তাবলী

    1. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি অনলাইনে অবশ্যই অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দিতে হবে।
    2. অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ, সময় ০৫-৭-২০২৩ খ্রিঃ সকাল ১০ টা হতে।
    3. অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ০৪-০৮-২০২৩ খ্রিঃ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত।
    4. উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমার ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
    5. আবেদন করারপূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হতে হবে।
    6. আবেদন ফি জমা দেয়ার আগে সকল তথ্য সংশোধন  করতে পারবেন, আবেদন ফি জমা দেয়া হয়ে গেলে সে সুযোগ আর থাকবে না।
    7. অফেরতযোগ্য ২২৪ ও ৫০০ টাকা টেলিটক সিমের মাধ্যমে SMS করে আবেদন ফি জমা দিতে হবে।
    8. মোবাইল নাম্বারটি সব সময় সচল রাখতে হবে কারণ ওই মোবাইলে সব সময় যোগাযোগ করা হবে SMS এর মাধ্যমে।
    9. প্রার্থী অনলাইনে পুরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

    ছবির সাইজ ও নির্দেশনাঃ 

    1. ছবি ও স্বাক্ষর যথা স্থানে আপলোড করতে হবে।
    2. ছবির সাইজঃ ৩০০*৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কিলোবাইট হতে হবে।
    3. স্বাক্ষরের সাইজঃ ৩০০*৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।
    4. উল্লেখ্য, সাদা-কালো ছবি গ্রহণযোগ্য হবে না।
    5. সানগ্রাস পরে তোলা ছবি গ্রহণযোগ্য হবে না।
    6. সম্প্রতি তোলা ছবি আপলোড করতে হবে।

    প্রবেশপত্র ডাউনলোড ও নির্দেশনাঃ 

    • আবেদন গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পর প্রার্থীর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এর ওয়েবসাইটে যথাসময়ে জানানো হবে।
    • ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যাবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
    • প্রবেশপত্রটি রজ্ঞিনভাবে প্রিন্ট করতে হবে।
    • প্রবেশপত্রে পরীক্ষার তারিখ,সময় ও কেন্দ্রের নাম উল্লেখ থাকবে।
    • একই প্রবেশপত্র দিয়ে লিখিত,মৌখিক ও ব্যাবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

     

    বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) নিয়োগের অন্যান্য শর্তাবলী ও নির্দেশনাঃ 

    1.  আবেদনকারীকে তার অর্জিত সঠিক শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্র উল্লেখ করতে হবে। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
    2. প্রা্থীর বয়সসীমা ০৫/০৭/২০২৩ খ্রি. তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
    3. তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র ও কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর।
    4. বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিভেডিট গ্রহণযোগ্য নয়।
    5. আবেদনপত্রে কোনরূপ অসত্য বিবরণ/তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভা প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে, এমনকি আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হওয়া সন্তেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং প্রার্থী বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
    6. চাকরী প্রাপ্তির পরও যে কোন পর্যায়ে তার সনদপত্রসহ যেকোন তথ্য অসত্য প্রমাণিত হলে তাকে চাকুরি থেকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে কর্তৃপক্ষ সকল ক্ষমতা সংরক্ষণ করবে
    7. সরকারি, আধা-সরকারি ও স্থযনতশাসিত প্রতিষ্ঠানে ঢাকুরিরত প্রার্থীগন অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
    8. চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় নির্দিষ্ট ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্র
      এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক কর্তৃক প্রদন্ত অনাপত্তি ছাড়পতরের সুলকপি জমা দিতে হবে।
    9.  সকল পদের জন্য লিখিত ও যৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। আবেদনকারীগণকে লিখিত/যৌখিক/ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টি,এ/ডি,এ প্রদান করা হবে না।
    10. নিয়োগকারী কর্তৃপক্ষ পদের সংখ্যা বাড়ানো, কমানো, বাতিল বা প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন।
    11.  নিয়োগের বিষয়ে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
    12.  যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জনা প্রতিশতিব্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্বভাবজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বাযনতশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরান্ত হয়ে থাকেন তাহলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

    1 biddut jalani itt

    2 biddut jalani itt

    Sourceঃ 03 July 2023, Ittefaq

    Application Deadlineঃ 04 August 2023

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com