আলিম পরীক্ষার প্রশ্নের মানবন্টন ও পরীক্ষার সময় ২০২৫ (সকল বিষয়)

বাংলাদেশ মাত্রাসা শিক্ষা বোর্ড, অরফ্যানেজ রোড, বখশিবাজার, ঢাকা কর্তৃক এক নোটিশে এবারের এইচএসসি আলিম পরীক্ষার প্রশ্নের মানবন্টন ২০২৫ ও পরীক্ষার সময় জানানো হয়।

২০২৫ সালের আলিম পরীক্ষার সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা

পরীক্ষার সময়ঃ মোট ০২ ঘন্টা ৩০ মিনিট।  ৩০ নম্বরের বহুনির্বাচনি এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট ও ৭০ নম্বরের সৃজনশীল রচনামূলক  (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

  • সনাতন পদ্ধতির বিষয়ের জন্য ধারাবাহিকভাবে ০২ ঘন্টা সময় বরাদ্দ থাকবে
  • ব্যাবহারিক পরীক্ষাবিহীন বিষয়সূহের CQ অংশে ৪ টি প্রশ্নের উত্তরে ৪০ নাম্বারের মধ্যে প্রাপ্ত নাম্বারকে ৭০ নম্বরে।
  • এমসিকিউ অংশে ১৫ টি প্রশ্নের উত্তরে ১৫ নম্বরের মধ্যে প্রাপ্ত নাম্বারকে ৩০ নম্বরে রুপান্তর করা হবে!
  • ব্যবহারিক বিষয়সমূহের CQ অংশে ৩ টি প্রশ্নের উত্তরে ৩০ নাম্বারের মধ্যে প্রাপ্ত নাম্বারকে ৫০ নম্বরে
  • এমসিকিউ অংশে ১৫ টি প্রশ্নের উত্তরে ১৫ নম্বরের মধ্যে প্রাপ্ত নাম্বারকে ২৫ নম্বরে রুপান্তর করা হবে! বাদবাকি ২৫ নম্বর ব্যাবহারিকে বরাদ্ধ থাকবে।
  • বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম ও ইংরেজি ২য় পত্রে ৫০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে ১০০ নম্বরে রুপান্তর করা হবে।
  • ২০১৬-১৭ শিক্ষাবর্ষের উচ্চতর গণিত ১ম ও ২য় পত্রের তত্তীয় অংশে ৪৫ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে ৭৫ নম্বরে রুপান্তর করা হবে । অবশিষ্ট ২৫ নম্বর ব্যবহারিকের জন্য বরাদ্দ থাকবে।

এইচএসসি আলিম পরীক্ষার প্রশ্নের মানবন্টন ২০২৫

  1. কুরআন মাজিদ বিষয়ে ৫৫ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে ১০০ নম্বরে
  2. হাদিস ও উসুলুল হাদিস বিষয়ে ৫৮ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে ১০০ নম্বরে,
  3. আল ফিকহ ১ম পত্রে ৬০  নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে ১০০ নম্বরে,
  4. আল ফিকহ ২য় পত্রে ৫৫ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে ১০০ নম্বরে,
  5. আরবি ১ম পত্র, আরবি ২য় পত্র,  আরবি সাহিত্য,বালাগাত ও মানতিক,৫০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে ১০০ নম্বরে,
  6. তাজভিদ ১ম ও ২য় পত্র, উর্দু ১ম ও ২য় পত্র, ফার্সি ১ম ও ২য় পত্র ৫০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে ১০০ নম্বরে রুপান্তর করা হবে।

২০২৩ সালের আলিম পরীক্ষার সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা

Time and Number Allotment Alim 22 1 2

Time and Number Allotment Alim 22 1 3

আলিম পরীক্ষা ২০২৫ এর মানবন্টন

কোন কোন বিষয়ে আলিম পরীক্ষা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com
KFPlanet BD Blog