বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে ৬৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আপডেট

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ পেয়েছে। জাতীয় পত্রিকা সহ তাদের অফিসিয়াল সাইটে www.bjri.gov.bd ০৬,২৬ জুন ২০২৪ তারিখে সার্কুলার প্রকাশ হয়।

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) এর রাজস্ব খাতভুক্ত ৬৩ টি স্থায়ী শূন্য পদসমূহে অস্থায়ীভাবে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদন আহবান করা যাচ্ছেঃ

 বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

কোন ধরনের চাকরি? সরকারি মন্ত্রণালয়ে চাকরি 
মন্ত্রণালয়ের নাম Ministry of Agriculture কৃষি মন্ত্রণালয়
প্রকাশ ০৬,২৬ জুন ২০২৪ পর্যন্ত
জব টাইপ ফুল টাইম সরকারি
মোট ক্যাটাগরি ১৫ ক্যাটাগরি
মোট পদসংখ্যা ৬৩ টি
বেতন স্কেল ৮,২৫০-২০,০১০/- থেকে ২২,০০০-৫৩,০৬০/-
শিক্ষাগত যোগ্যতা ৫ম,এসএসসি,এইচে সি, ডিপ্লোমা, স্নাতক পাস
নুন্যতম বয়স ১৮-৩০ বছর
আবেদনের মাধ্যম অনলাইনে, ডাকযোগে
আবেদনের সময়সীমা ০৮,২৯ জুলাই ২০২৪
অফিশিয়াল ওয়েববসাইট www.moa.gov.bd

পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২৪ অনলাইনে আবেদন

  • অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রাথী তার স্বাক্ষর ( দৈর্ঘ্য ৩০০* প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি ( দৈর্ঘ্য ৩০০* প্রস্থ ৩০০ pixel) স্কেন করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB এবং স্বাক্ষর এর সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
  • অনলাইনে আবেদনকৃত তথ্য  যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু আবেদনপত্র সাবমিট করার পূর্বে  সকল তথ্য সম্পর্কে প্রাথীকে শতভাগ নিশ্চিত হতে হবে।
  • প্রাথী অনলাইনে আবেদনকৃত  ফরমের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের  সহায়ক হিসেবে সংরক্ষণ করবে।
  • মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল সনদ পত্রের মুল কপি প্রদর্শন করতে হবে।
  • অনলাইনে আবেদন করে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন সম্পূর্ণ হলে Application  Preview  দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন সম্পূর্ণ হলে প্রাথী একটি User ID ছবি এবং স্বাক্ষরসহ একটি  Application Copy পাবে ।
  • User ID ব্যহার করে প্রাথী যে কোন Teletalk Pre paid সিমের মাধ্যমে  ২ টি (SMS) মাধ্যমে পরীক্ষার ফি বাবদ পদভেদে নির্দিষ্ট টাকা জমা দিতে হবে।
  • পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত কোন অবস্থাতেই আবেদন গ্রহণযোগ্য  হবে না।
  • প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি (http://bjri.teletalk.com.bd) এবং প্রাথীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।
  • SMS  এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Passoward ব্যবহার করে  পরবর্তীতে রোল নাম্বার, পদের নাম ছবি এবং পরীক্ষার কেন্দ্র ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোড করার পূর্বে রঙিন  কপি প্রিন্ট করে নিবেন।  প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তিন হলে মোখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।
  • ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানাে ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।
  • জেলা কোটাসহ সরকার কর্তৃক সকল প্রকার কোটার জন্য কোটাবিধি অনুসরণ করা হবে।
  • মুদ্রিত বা হস্তলিখিত কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণ করা হবে না।
  • সার্কুলারে উল্লেখিত তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে কিন্তু মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর গ্রহণযোগ্য হবে।
  • বয়স্ক ভ্রমণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
  • নিয়ােগ সংক্রান্ত বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

Bangladesh Jute Research Institute Circular 2024

observerbd

Source: Daily ObserverBD, 26 June 2024

Application Deadline: 29 July 2024

bjri bdpr

Source: Daily Bangladesh Pratidin, 06 June 2024

Application Deadline: 08 July 2024

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২৪ শর্তাবলি (ডাকযোগে) 

  • প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিশিয়াল সাইট থেকে আবেদনের মডেল ফরম ডাউনলোড করে প্রিন্ট করে আবেদন করতে হবে। নিচ থেকে আবেদন ফর্ম ডাউনলোড করতে পারেন।
  • আগামী ১২-০৫-২০২৪ হতে ১২-০৬-২০২৪, ০৮-০৭-২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে সরাসরি/ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
  • আবেদন পাঠানোর ঠিকানাঃ  মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, মানিক মিয়া এভিনিউ, ঢাকা-১২০৭
  • সরকারি/আধা-সরকারি/স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধামে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পৌছাতে হবে। এক্ষেত্রে আবেদনপত্রের কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।
  • নির্ধারিত তারিখ ও সময়ের পর (ডাকযোগে বা সরাসরি) কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
  • National Agricultural Research System (NARS) অনুযায়ী মূল্যায়ণ করা হবে। সে প্রেক্ষিতে নির্দিষ্ট মূল্যায়ণ ফরম ০৪ (চার) প্রস্থ (সংযোজনীসহ) আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। নির্দিষ্ট মূল্যায়ণ ফরম বিজেআরআই এর ওয়েব সাইট (www.bjri.gov.bd) হতে সংগ্রহ করা যাবে।
  • আবেদনকারীকে সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর অনুকূলে ৫০০/- (পাঁচশত) টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎ যোগ্য) আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে।
  • আবেদনপত্রের খামের উপর পদের নাম ও জেলা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
  • প্রাপ্ত সকল আবেদনপত্র যাচাই-বাছাই এর পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের অনুকূলে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশপত্র প্রেরণ করা হবে।
  • আবেদনকারীগণকে মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • উল্লেখিত পদে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত সরকারি যাবতীয় বিধি-বিধান/আদেশ/কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং আনুষ্ঠানিকতা অনুসরণ করা হবে।
  • আবেদনকারী যদি কোন তথ্য গোপন করেন এবং পরবর্তীতে তা সনাক্ত হয় সে ক্ষেত্রে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • ত্রুটিপুর্ন অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।
  • নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত হুড়ান্ত বলে গণ্য হবে।
  • বাস্তবতার নিরীখে পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। ফোন-৫৮১৫১২৪১

Bangladesh Jute Research Institute Job Circular 2024

observerbd

Source: Daily ObserverBD, 09 May 2024

Application Deadline: 12 June 2024

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিশিয়াল সাইট থেকে আবেদনের মডেল ফরম

CUnuNY9

Qualifications:

  • 12 years of experience in related fields including Ph.D.
  • 15 years of experience in related work including BSc Agriculture / BSc (Tech) MS, M.Sc.
  • 10 thesis have to be published.
  • Experience in higher education qualifications is relaxing.

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায়ঃ ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হওয়া বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট মানিক মিয়া এভেনিউ, ঢাকা ১২০৭ তে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর অবস্থান। ফোন নংঃ 02-9110868

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত সালেঃ ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়।

Q: Where is the Bangladesh Jute Research Institute?

Ans: Manik Mia Avenue, Dhaka 1206. Phone No. 02-9110868

Q: In what year was the Bangladesh Jute Research Institute established?

Ans: Bangladesh Jute Research Institute was established in 1951.

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২৪,পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪,বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট চাকরি, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর অবস্থান, pat gobeshona job circular, পাট গবেষণা ইনস্টিটিউট জব সার্কুলার,

bangladesh jute research institute job circular 2023, bangladesh jute research institute question, bangladesh jute research institute exam question, bangladesh jute research institute admit card,bangladesh jute research institute dhaka, bangladesh jute research institute (bjri), bd jute research institute, jute research institute bangladesh, bangladesh jute research institute job circular

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com