মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

সরকারি মালিকানাধীন পেট্রোবাংলার অধীনে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ০৭ ধরনের ৩৭ টি পদে নিয়োগ দিবে এমজিএমসিএল Maddhapara Granite Mining Company Limited. বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে আবেদন আহবান করা হচ্ছে।

MGMCL Job circular 2023: মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড পেট্রোবাংলা’র একটি কোম্পানী। সম্প্রতি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড শূন্য পদসমূহে জনবল নিয়োগ দিতে সার্কুলার প্রকাশ করেছে। এ সকল পদসমুহে নারী ও পুরুষ উভয় চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্য চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তির তথ্য ছক আকারে, বিস্তারিত বর্ননা ও ইমেজ আকারে দেওয়া হল।

চাকরি ধরণ সরকারি চাকরি
কোন কোম্পানির অধীন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)
নিয়োগ প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইন স্কুল
বিজ্ঞপ্তি প্রকাশ ২৬ জুলাই ২০২৩
মোট ক্যাটাগরি ০৬ ধরনের
মোট পদসংখ্যা ১০ টি
বয়সসীমা ১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা স্নাতক/ডিপ্লোমা
আবেদন শুরু ২৭ জুলাই ২০২৩
আবেদনের শেষসীমা ৩১ আগস্ট ২০২৩
আবেদনের মাধ্যম ডাকযোগে
আবেদনের লিংক mgmcl.teletalk.com.bd
অফিশিয়াল ওয়েবসাইট www.mgmcl.org.bd

অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি ইমেজ আকারে দেখুন 

ekaratoa

Source: Karatoa,  27 July 2023

Application Deadline: 31 August 2023

 

অনলাইনে আবেদন প্রক্রিয়াঃ অনলাইনে আবেদনপত্র পূরণ করে আবেদন করতে হবে। http://mgmcl.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর সার্কুলার দেখতে চাইলে নিচের ছবিতে দেয়া Circular এ ক্লিক করুন। আবেদনপত্র পূরণ করতে চাইলে সরাসরি Apply Now এ ক্লিক করুন। আবেদন সংক্রান্ত অন্যান্য শর্তাবলী মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানী লিমিটেড-এর ওয়েবসাইট, বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলার) ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জ্বালানী ও খনিজসম্পদ বিভাগের ওয়েবসাইট এ পাওয়া যাবে। আবেদন করার জন্য এই লিংকে প্রবেশ করুন।

আবেদন ফিঃ আবেদন করার ৭২  ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে।

বয়সঃ  আবেদনকারীর বয়স ২৫ মার্চ ২০২৩ ইং তারিখে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সহকারী ব্যবস্থাপক (মেডিকেল) পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
  • গ্রানোডায়োরাইট, গ্রানাইট, নীস (Gneiss) ইত্যাদি শিলা নিয়ে কাজ করে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী। বাংলাদেশ ভূ-তাত্তিক জরিপ অধিদপ্তর (জিএসবি) কর্তৃক ১৯৭৪ সালে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া এলাকায় ভূ-গর্ভের মধ্যে গ্রানাইট পাথর আবিস্কৃত হয়।এরপর মেসার্স এসএনসি, কানাডা ১৯৭৭সালে ফিজিবিলিটি স্টাডি করে। সাথে সাথে জাপান কর্তৃক আার্থিক ও মার্কেট সমীক্ষা পরিচালনা করে।
  • যার ফলে ১৯৯২ সালে বাংলাদেশ সরকার এবং উত্তর কোরীয় সরকারের মধ্যে অর্থনৈতিক, কারিগরি, বৈজ্ঞানিক ও বাণিজ্যিক বিষয়ে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ২৭ মার্চ ১৯৯৪ তারিখে সাপ্লায়ার্স ক্রেডিট এর আওতায় একটি টার্ণকি চুক্তি স্বাক্ষরিত হয়। তারপর তারা খনি থেকে গ্রানাইট সংগ্রহ শুরু করে। তবে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী এমজিএমসিএল ২৫ মে ২০০৭ হতে খনি থেকে সিমিত পরিসরে কাজ শুরু করে।
  • গ্রানাইট পাথর ব্যবহার বৃদ্ধি পাওয়ার ফলে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড এবং জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর মধ্যে ২ সেপ্টেম্বর ২০১৩ তারিখে ৬ বছর মেয়াদী চুক্তি হয়। পরবর্তীতে ২০.০২.২০২৩ তারিখে একটি সাইড লেটার এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় যা ২৯-০৭-২০২৩ তারিখ হতে কার্যকর হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com