বাংলাদেশের সেরা সিমেন্ট ও দাম ২০২৪ (আপডেট তথ্য)

যে কোনো শক্তিশালী অবকাঠামো তৈরি করতে সিমেন্টের বিকল্প নেই। কোন কাঠামোকে মজবুত ভিত্তিতে পরিণত করতে হলে প্রয়োজন হবে সিমেন্ট। হয়তো আপনিও একটি স্থাপনা তৈরী করবেন ফলে ভাবছেন যে বাংলাদেশের দেশের সেরা সিমেন্ট কোনটি, কোন সিমেন্ট ব্যবহার করলে ভালো হবে, কোন সিমেন্টের কত দাম ইত্যাদি বিষয়ে।

বর্তমানে সিমেন্ট উৎপাদন একটি প্রতিযোগিতাপূর্ণ। আর প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে সব কোম্পানিই নিজেদের উৎপাদিত পণ্যের মান উন্নত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তাই বর্তমানে বাংলাদেশে উৎপাদিত সিমেন্ট দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে বিদেশে যা দেশকে এগিয়ে নিতে সাহায্য করছে।

বাংলাদেশের সেরা সিমেন্ট লিস্ট

আমার কাছে নিম্নে দেওয়া সিমেন্টের তালিকা গুলোর সেমেন্ট খুব ভালো এবং বাজারে এই সিমেন্ট গুলো বেশি চলে।  কোন তথ্য জানার থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।

বাংলাদেশে ৩৫টি ও বেশি সিমেন্ট কোম্পানি আছে, সকল কোম্পানির মধ্যে সেরা কোম্পানি সম্পর্কে জানতে চান হলে এই পোষ্টি দেখুন;

নংসেরা সিমেন্ট
০১স্ক্যান সিমেন্ট
০২শাহ সিমেন্ট
০৩আকিজ সিমেন্ট
০৪হোলসিম সিমেন্ট
০৫সেভেন রিংস সিমেন্ট
০৬ক্রাউন সিমেন্ট
০৭বসুন্ধরা সিমেন্ট
০৮ফ্রেস সিমেন্ট
০৯প্রিমিয়ার সিমেন্ট
১০টাইগার সিমেন্ট
১১মীর সিমেন্ট

 

বাংলাদেশের সিমেন্ট দাম ও কোন সিমেন্টের দাম কত জানতে চান তাহলে নিম্নের তথ্য আপনার জন্য, সঠিক সিমেন্ট দাম সম্পর্কে জানতে চাইলে এই টেবিলটি দেখুন;

বাংলাদেশের সিমেন্ট দাম ২০২৪

সেরা সিমেন্টসিমেন্ট দাম
স্ক্যান সিমেন্ট৫৩০(দাম ওঠানামা করে)
শাহ সিমেন্ট৫৫০ (দাম ওঠানামা করে)
আকিজ সিমেন্ট৫৬০/-(দাম ওঠানামা করে)
হোলসিম সিমেন্ট৫৬০ (দাম ওঠানামা করে)
সেভেন রিংস সিমেন্ট৫৪০/-(দাম ওঠানামা করে)
ক্রাউন সিমেন্ট৫৫০/-(দাম ওঠানামা করে)
বসুন্ধরা সিমেন্ট৫৩০/-(দাম ওঠানামা করে)
ফ্রেস সিমেন্ট৫৩০/-(দাম ওঠানামা করে)
প্রিমিয়ার সিমেন্ট৫৫০/-(দাম ওঠানামা করে)
টাইগার সিমেন্ট৫২০/-(দাম ওঠানামা করে)
মীর সিমেন্ট৫২০ /-(দাম ওঠানামা করে)

বিদ্রঃ স্থান ভেদে সিমেন্ট দাম কম বেশি হতেপারে। সব সময় সিমেন্ট দাম উঠা নামা করে থাকে। সিমেন্ট ক্রয়ের সময় সব সময় পাইকারি দোকান থেকে সিমেন্ট ক্রয় করুন তাহলে সিমেন্ট একুরেট দামে কিনতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com
KFPlanet BD Blog