এসএসসি পরীক্ষার রুটিন ২০২৫ (আপডেটেড) [মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড]

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষা ১০ এপ্রিল শুরু হবে। এসএসসি পরীক্ষার রুটিন ২০২৫ নিচে ইমেজ ও PDF আকারে নিচে দেয়া হলো। ০৯ টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা ১০ এপ্রিল ২০২৫ থেকে শুরু হয়ে ২২ মে তারিখ পর্যন্ত চলবে।

সকল শিক্ষা বোর্ড  ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, যশোর, বরিশাল, কুমিল্লা, সিলেট, দিনাজপুর,ময়মনসিংহ, মাদ্রাসা বোর্ড এবং বাংলাদেশ টেকনিক্যাল শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা একসাথে চলবে। এবারও প্রতিটি বোর্ডের প্রশ্নপত্রটি অভিন্ন হবে। বিশেষ প্রয়োজনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড SSC Exam Routine 2025 এ পরিবর্তন আনতে পারেন।

এসএসসি পরীক্ষা ২০২৫ কবে থেকে শুরু হবে ?

বাংলাদেশের ০৯ টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জানুয়ারি ২০২৫ তারিখে নতুন SSC রুটিন প্রকাশ পাবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার নতুন সময়সূচী অনুসারে আগামী ১০ এপ্রিল থেকে এসএসসি/সমমান পরীক্ষা শুরু হবে। এসএসসি পরীক্ষার নতুন খবর পেতে আমাদের সাথে সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের English Version দেখতে পারেন। 

পাবলিক পরীক্ষার নামএসএসসি/সমমানের পরীক্ষা
পরীক্ষার সাল২০২৫
পরীক্ষা শুরু হবে১০/০৪/২০২৫
পরীক্ষা শেষ২২/০৫/২০২৫
পরীক্ষার্থীর সংখ্যা–লাখ — হাজার —
মোট কেন্দ্র—হাজার –টি

এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন ২০২৫

২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন থেকে দেখায় যায় পরীক্ষা প্রায় ০১ মাস পর্যন্ত চলবে। তত্ত্বীয় পরীক্ষা এবার সকাল ১০ টা থেকে ০১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় পরীক্ষা ও ব্যাবহারিক পরীক্ষার সময়সূচী নিচে দেয়া হয়েছে।

রিটেন পরীক্ষা শেষ হলেই ব্যাবহারিক পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। এ ক্ষেত্রে  যেখানে তত্ত্বীয় পরীক্ষা হয়েছে সেখানেই ব্যাবহারিক পরীক্ষা হবে। প্রতিদিন ব্যাবহারিক পরীক্ষা সকাল ১০ থেকে শুরু হবে।

এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ১৯ ফেব্রুয়ারি ২০২৫
পরীক্ষার নামমাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC
পরীক্ষার সাল২০২৫
কোন বোর্ড০৯ বোর্ড
পরীক্ষা শুরু১০ এপ্রিল ২০২৫ 
তাত্ত্বিক পরীক্ষা শেষ১৩ মে ২০২৫ 
ব্যাবহারিক পরীক্ষা শুরু১৫ মে ২০২৫
ব্যাবহারিক পরীক্ষা শেষ২২ মে ২০২৫
তাত্ত্বিক পরীক্ষার সময়১০ টা থেকে ০১ টা পর্যন্ত
ব্যাবহারিক পরীক্ষার সময়সকাল ১০ টা থেকে

SSC Porikkhar Routine 2025

ssc 1

ssc 2

kfplanet pdf download

PDF Download: https://kfplaneteducationboard.gov.bd.pdf

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার নির্দেশনা ও নিয়মাবলী

  1. পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
  2. উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। টাইমের এদিক সেদিক করা যাবে না।
  3. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বহুনির্বাচনি ও সৃজনশীল উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
  4. MCQ পরীক্ষার এবং সৃজনলীল/রচনামূলক পরীক্ষার সময় ০৩ ঘন্টা
  5.  প্রবেশপত্র নিজ নিজ স্কুলের প্রধানের নিকট হতে পরীক্ষার কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করবে হবে।
  6. সকল শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যম প্রাপ্ত নম্বর স্কুল থেকে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে।
  7. সংশ্লিষ্ট কেন্দ্রব্যবহারিক পরীক্ষার নাম্বারের সাথে ধারাবাহিক মুল্যায়ন রত নর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরন করবে।
  8.  নিজ নিজ উত্তরপত্রে OMR ফরমে তার পরীক্ষার রোল নর, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাজ করা যাবে না।
  9. ছাত্র ছাত্রীদের সৃজনশীল/রচনামূলক, এমসিকিউ ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে ।
  10. প্রত্যেক পরীক্ষার্থী কোন অবস্থাতেই ভিন্ন কোন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
  11. কোন পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক, বহুনির্বাচনি ও ব্যবহারিক) নিজ বিদ্যালয়ে প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না।
  12. পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।
  13. পরীক্ষার্থী পরীক্ষায় নন প্রোগ্রামাবল সায়ন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
  14. কেন্দ্র সচিব ছাড়া অন্য কোন ব্যাক্তি পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না ॥
  15. সৃজনশীল/রচনামূলক, বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই প্রবেশ পত্র ব্যবহার করতে হবে।
  16. ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
  17. পরীক্ষার ফল প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে পুনঃ নিরীক্ষার জন্য অনলাইনে এসএমএস এর মাধ্যমে আবেদন করতে হবে।

20250320121138852996 1

20250320121138852996 2

➩ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড  এর অধীনে দাখিল পরীক্ষার রুটিন ২০২৫
২০২৫ সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষার সময়সূচী

➩ ২০২৫ সালের বাউবি এসএসসি পরীক্ষার রুটিন

3 thoughts on “এসএসসি পরীক্ষার রুটিন ২০২৫ (আপডেটেড) [মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com
KFPlanet BD Blog