আরবান প্রাইমারি হেলথ কেয়ার নিয়োগ ২০২৫ (২৫ থেকে ৪৪ হাজার বেতন)

আরবান প্রাইমারি হেলথ কেয়ার নিয়োগ ২০২৫ বেশ কিছু পদে জনবল নিয়োগ দেওয়া হবে।  বিভিন্ন ধরনের পদের জন্য সার্কুলার উল্লেখিত যোগ্যতায় আবেদন করতে পারবেন। আগ্রহীরা আবেদন করতে পারবেন আগামী ১৫ মে ২০২৫ তারিখের মধ্যে। সারা দেশ থেকে এইচএসসি,ডিপ্লোমা পাস সম্পন্ন সবাই আবেদন করতে পারবেন।

পদগুলোতে পুরুষ ও নারী প্রার্থীগণই আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগের মাধ্যমে আবেদন করার জন্য  নিচে নিয়োগের পদ সমূহ এবং আবেদন পদ্ধতি বিস্তারিত উল্লেখ করা হলো।  হেলথ কেয়ার নিয়োগ বিজ্ঞপ্তি খুজছেন তাদের জন্য কেএফপ্লানেটের হেলথ কেয়ার সার্কুলার সংযুক্ত করা হয়েছে।

আরবান প্রাইমারি হেলথ কেয়ার নিয়োগ ২০২৫

স্বেচ্ছাসেবী সংস্থা নারী মৈত্রী কতৃক পরিচালিত সিটি করপোরেশন তত্ত্ববধানে এবং স্থানীয় সরকার বিভাগে অধীস্থ আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস বিভিন্ন এলাকায় জন্য নিন্মোক্ত পদে জরুরী ভিত্তিতে নিয়োগ প্যানেল তৈরির লক্ষ্যে আগ্রহী দের থেকে আবেদন আহ্বান করা হয়েছে।আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট  নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ১৫ মে ২০২৫ তারিখে|

নিয়োগের শিরোনামআরবান প্রাইমারি হেলথ কেয়ার
জবের ধরনমেডিকেল ফিল্ডে চাকরি
বিজ্ঞপ্তি প্রকাশ২২ এপ্রিল ২০২৫
বিজ্ঞপ্তির উৎসদৈনিক জাতীয় পত্রিকা
পদ সংখ্যা০৪ জন
কত ক্যাটাগরি০৪ টি
শিক্ষাগত যোগ্যতাপ্যারামেডিক,এমবিবিএস
বয়স সীমা১৮-৩২ বছর
আবেদনের মাধ্যমডাকযোগে
আবেদন শুরুআবেদন চলছে
আবেদন করার শেষ সময় ১৫ মে ২০২৫

Urban Primary Health Care Services অফিশিয়াল জব সার্কুলার

jugantor

আবেদন প্রক্রিয়াঃ

আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস (Urban Primary Health Care Services) – এর ডেলিভারি প্রজেক্ট-২য় পর্যায় – এর নিয়োগের জন্য উপর্যুক্ত প্রক্রিয়ায় সঠিকভাবে আবেদন করুন। আবেদন প্রক্রিয়া ভালভাবে জানতে সারকুলারটি ভাল করে পড়ুন।

আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত , রঙ্গিন ছবি, মোবাইল নাম্বার, সকল সনদের ফটোকপি, ও অভিজ্ঞতার ফটোকপি কতৃপক্ষ দেওয়া ঠিকানায় আবেদন করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানাঃ 

বরাবর,কতৃপক্ষ,নারী মৈত্রী,১৫/১,গ্রীনওয়ে,নয়াটোলা,মগবাজার,ধাকা-১২১৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com
KFPlanet BD Blog