কলকাতা সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ প্রকাশিত হয়েছে জনপ্রিয় KFPlanet পোর্টালে। আবহাওয়া বিভাগ ও বিভিন্ন সংঘঠন কলকাতা রমজানের ক্যালেন্ডার সুচি গবেষণা করে। এছাড়া কিছু ইসলামিক ইউনিভার্সিটি সকল তথ্য বিশ্লেষণ করে গণনার মাধ্যমে সেহরি ও ইফতারের সময়সূচি আমাদের সামনে উপস্থাপন করে।
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা সমস্ত প্রাপ্ত বয়স্ক মুসলমানদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। তবে ইসলামের আইনটি শিথিল করা হয়েছে যেমন, তীব্র বা দীর্ঘস্থায়ী অসুস্থ ব্যাক্তি, ভ্রমণকারী, বয়স্ক, গর্ভবতী, স্তন্যপান করানো মা, ডায়াবেটিস ঝুকিসম্পন্ন রোগী এর ক্ষেত্রে। সূর্যোদয় এর আগের খাবারটি সেহরি হিসাবে উল্লেখ করা হয় এবং সন্ধ্যায় মাগরিবের আযানের সময় সাওম বা রোজা ভেঙ্গে ফেলাকে ইফতার বলা হয়।
কলকাতা রমজানের সময় সূচি ক্যালেন্ডার 2023 : Ramadan time table 2023 Kolkata
সঠিক ও পরিস্কার ছবিতে রমজানের সময় সূচি কলকাতা ক্যালেন্ডারটি দেখতে পারবেন শুধুমাত্র KFPlanet ওয়েবসাইটে। রমাযানের সাওম এর কিছু প্রয়োজনীয় তথ্য, দোয়া জানানোর চেষ্টা করবো। কলকাতা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ নিচে দেয়া হলোঃ
→ বাংলাদেশের সকল জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩-রমজান ২০২৩ ক্যালেন্ডার দেখুন
আরবি সাল | ১৪৪৪ হিজরি |
ইংরেজি সাল | ২০২৩ |
কোন স্থানের সময়সূচী | কলকাতার |
সময়সূচি | সেহরি ও ইফতারের |
রমাযানের সাওম শুরু | ২৪ মার্চ ২০২৩ |
রমাযানের সাওম শেষ | ২২ এপ্রিল ২০২৩ (চাঁদ দেখার উপর) |
সুত্র | মুসলিম ওয়ার্ল্ড লীগ |