বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স ভর্তি বিজ্ঞপ্তি ও যোগ্যতা ২০২৩-২৪ শিক্ষাবর্ষ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় “BUTEX Admission Circular 2023-24 সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের টেক্সটাইল টেকনোলজিতে বিএসসি কোর্স কম দেখা যায়। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়  (Bangladesh University of Textiles) সংক্ষেপে বুটেক্স BUTex বলা হয়। যা বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এটি টেক্সটাইল প্রকৌশল শিক্ষায় দেশের প্রথম ও একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২৩-২৪

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ৪ বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের বুটেক্স ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২৩-২৪ প্রকাশ পেয়েছে।  বুটেক্স ভর্তি পরীক্ষার যোগ্যতা, BUTEX ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের আবেদনের পক্রিয়া, বুটেক্স ভর্তি পরীক্ষার বিষয়সমূহ নিয়ে আর্টিকেলটি সাজানো হয়েছে।

শিক্ষাবর্ষ ২০২৩-২০২৩ 
প্রোগ্রামের নাম বিএসসি ইন টেক্সটাইল
আবেদন শুরু ২৮ জানুয়ারি সকাল ১০টা
আবেদন শেষ ১৯ ফেব্রুয়ারি রাত ১১.৫৯টা
আবেদন ফি ১০০০ টাকা
প্রবেশপত্র ডাউনলোড ২৬ ফেব্রুয়ারি-০৫ মার্চ ২০২৩
বুটেক্সে মোট আসন সংখ্যা  ৬০০ টি 
ভর্তি পরীক্ষা ০৮ মার্চ সকাল ৯.৩০টা থেকে ১১.৩০টা
বুটেক্স ভর্তি পরীক্ষার ফলাফল  ২৮ মার্চ ২০২৪
অফিশিয়াল ওয়েবসাইট BUTEX www.butex.edu.bd

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা

  • আবেদন প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • আবেদনকারীকে সাধারণ শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড হতে জিপিএ ৫.০০ পেয়ে এসএসসি/দাখিল/সমমানের পরীক্ষায় পাশ হতে হবে।
  • ২০২৩ সালে অনুষ্ঠিত সাধারণ শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে এইচএসসি/সমমানের পরীক্ষায়  জিপিএ ৫.০০ সহ গনিত, পদার্থ, রসায়ন ও ইংরেজী বিষয়ে আলাদা ভাবে নূন্যতম জিপিএ ৫.০০ সহ কমপক্ষে মোট ২০.০০ গ্রেড পয়েন্ট পেয়ে পাস করতে হবে।

BUTEX Department and Seat Number

বিভাগের নাম আসন সংখ্যা
১.ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ৮০
২.ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ৮০
৩.ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ৮০
৪.ডাইস এন্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং ৪০
৫.এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ৪০
৬.অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ৮০
৭.টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ৮০
৮.টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন ৪০
৯.ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ৪০
১০.টেক্সটাইল মেশিনারি ডিজাইন এন্ড মেইনটেনেন্স ৪০
মোট ৬০০

 

BUTEX Admission Circular 2023-24

1 textile download

2 textile download

যোগাযোগ ঃ
92 Shaheed Tajuddin Ahmed Avenue, Dhaka 1208
Phone: 02-9114260
Founded: 1921
Chancellor: President of Bangladesh
আপনি এই ওয়েবপেজে এসেছেন কারন নিচের বিষয়গুলি আপনার সার্চের সাথে সাদৃশ্য ছিলোঃ 

bangladesh textile university admission 2023-24 , Bangladesh university of textiles admission 2023,butex subjects,bangladesh textile engineering college,butex admission 2023-24 ,বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি, টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ভর্তি,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com