পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের জন্য সার্কুলার প্রকাশ পেয়েছে। জনবল নিয়োগের লক্ষ্যে পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিয়োক্ত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে।

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ সংক্ষেপে তথ্য

নিয়োগের শিরোনাম পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
জবের ধরণ সরকারি চাকরি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ১২ এপ্রিল২০২৩
বিজ্ঞপ্তির উৎস দৈনিক জাতীয় পত্রিকা
মোট পদ সংখ্যা ১৬ টি
কত ক্যাটাগরি ০৭ টি
শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পাশ,জেএসসি
বেতন  স্কেল ৮,২৫০-২০,০১০/-টাকা পর্যন্ত
আবেদনের মাধ্যম অনলাইন
আবেদন ফি জমা মাধ্যম টেলিটক সিমের মাধ্যমে
আবেদন শুরু   ১৩ এপ্রিল ২০২৩ 
আবেদনের শেষ তারিখ   ০২ মে ২০২৩ 
আবেদনের লিংক http://www.patuakhali.gov.bd

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের ক্রমিক নং, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল,  শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

০১) পদের নামঃ অফিস সহায়ক ০৩ টি
বেতন স্কেল ২০১৫ অনুযায়ীঃ ৮,২৫০-২০,০১০/-
গ্রেডঃ ২০
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাস

০২) পদের নামঃ পরিছন্নতা কর্মী ০৫ টি
বেতন স্কেল ২০১৫ অনুযায়ীঃ ৮,২৫০-২০,০১০/-
গ্রেডঃ ২০
শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি পাস

পটুয়াখালী ডিসি অফিসে চাকরির নিয়োগ ২০২৩ আবেদনের শর্তাবলী

  1. নির্ধারিত চাকুরির আবেদন ফরমে স্পষ্টাক্ষরে স্ব-হস্তে পুরণপূর্বক আবেদন করতে হবে।
  2. আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাইট থেকে ডাউনলোড করা যাবে।
  3.  আবেদন পত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা ০৪ চোর) কপি রঙ্গিন ছবি সংযুক্ত করতে হবে এবং ছবির অপর পাশে/পিছনে প্রার্থীকে অবশ্যই স্পষ্ট করে নাম লিখতে হবে।
  4. আবেদন পত্র আগামী ০২ মে তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসক, পটুয়াখালী বরাবর সরকারি ডাক যোগে পৌছাতে হবে।
  5. অসম্পূর্ণ, স্বাক্ষরবিহীন এবং বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
  6. পরীক্ষার ফি বাবদ ১০০.০০ (একশত) টাকা ট্রেজারি চালানে সরকারি কোষাগারে/ব্যাংকে কোড নং ১-০৭৪২-০০০০-২০৩১ এ জমা প্রদান করতঃ চালানের মূল কপি আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে।
  7. প্রার্থীর বয়স ১৫/০৯/২২, ২৯/০৯/২২ তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
  8. খামের উপর প্রার্থীকে পদের নাম ও কোটার নাম (যদি থাকে) উল্লেখ করতে হবে।
  9. প্রার্থী কোন সরকারি/আধা-সরকারি/স্বায়স্তশাসিত/অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণ করা হবে না।
  10. নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধি এবং সরকার নির্ধারিত কোটা/বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।
  11. কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত স্থানে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এ ক্ষেত্রে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  12. কোন তথ্য গোপন করলে কিংবা তথ্যের স্বপক্ষে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়ন পত্র দাখিলে ব্যর্থ হলে তা প্রার্থীর অযোগ্যতা/নিয়োগ বাতিল বলে বিবেচিত হবে।
  13. কর্তৃপক্ষ প্রয়োজন বোধে যে কোন শর্ত সংযোজন/পরিবর্তন এবং পদ সংখ্যা হাস/বৃদ্ধি করতে পারবেন।
  14. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনে এবং স্বাস্থ্য পরীক্ষায় কোন প্রকার বিরূপ তথ্য পাওয়া গেলে কোন কারণ দর্শানো ব্যতিরেকে তার নির্বাচিত প্রার্থীতা বাতিল বলে বিবেচিত হবে।
  15. কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ কার্যক্রম স্থগিত, সময় পরিবর্তন/বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।
  16. প্রার্থীর নাম, ঠিকানা উল্লেখ পূর্বক ১০.০০ দেশ) টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট যুক্ত ৯.৫ * 8.৫ ইঞ্চি বিশিষ্ট একটি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
  17. (লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ পরার্থীগণকে মৌখিক পরীক্ষার পূর্বে আবেদন ফরমে উল্লিখিত সকল তথ্যের অনুকূলে মূল
  18. আবেদন ফরমের সকল কলাম যথাযথভাবে পূরণ করতে হবে (প্রযোজ্য ক্ষেব্রে)।
  19. আবেদন ফরমে প্রার্থীর মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

Patuakhali DC Office Job Circular ইমেজ আকারে

ebdpratidin

Source: Daily Bangladesh Pratidin, 13 April 2023

Application Deadline: 02 May 2023

Visit Patuakhai DC Office Official Website: www.patuakhali.gov.bd

০১) কম্পিউটার অপারেটর ০১ টি
বেতন স্কেল ২০১৫ অনুযায়ীঃ ১৩
বেতন স্কেলঃ ১১০০০- ২৬৫৯০/-
শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সেস্মান) বা সমমানের ডিগ্রী
অভিজ্ঞতাঃ  কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে standard aptitude test  পাস হতে হবে।

০১) সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ০৮ টি 

বেতন স্কেল ২০১৫ অনুযায়ীঃ ১৪
বেতন স্কেলঃ ১০,২০০০- ২৪,৬৮০/-
শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সেস্মান) বা সমমানের ডিগ্রী
অভিজ্ঞতাঃ  কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে standard aptitude test  পাস হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেসিট, প্রেজেন্টেশন,বেসিক, কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা; , শর্ট হ্যান্ড প্রতি মিনিটে সর্বনিয় বাংলা-৪৫, ইংরেজি-৭০ শব্দ এবং প্রতিমিনিটে সর্বনিম্ন বাংলা টাইপ ২৫ ও ইংরেজি টাইপ ৩০ শব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com