২০২৪ সালের ০২ জুন শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪, এবারের আসরে এই প্রথম ২০ টি দল নিয়ে খেলা হতে যাচ্ছে। ০৪ টি গ্রুপে ভাগ হয়ে খেলবে ২০ টি দল।
আইসিসির ২০ টি ক্রিকেট দেশগুলো নিয়ে শুরু হবে গ্রুপ পর্ব রাউন্ড। এরপর হবে সুপার এইট। তার মানে গ্রুপ পর্ব শেষ হলে ১২ টি দল বিদায় নিয়ে ০৮ টি দলের মধ্যে সুপার এইট পর্ব অনুষ্ঠিত হবে। সুপার এইটে আবার ০২ টি গ্রুপ থাকবে।
- গ্রুপ ১: এ১, বি২, সি১, ডি২
- গ্রুপ ২: এ২, বি১, সি২, ডি১
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
২০২৪ সালের ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ গ্রুপ পর্ব, সুপার এইট, সেমিফাইনাল ও ফাইনাল এই ০৪ টি অংশে অনুষ্ঠিত হবে। ০৪ টি অংশ মিলিয়ে ম্যাচের সংখ্যা দাঁড়াবে ৫৫ টি।
- গ্রুপ A: পাকিস্তান,ভারত, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র
- গ্রুপ B: ওমান,ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড
- গ্রুপ C: আফগানিস্তান,ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, উগান্ডা
- গ্রুপ D: বাংলাদেশ,দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা,নেদারল্যান্ডস, নেপাল।
২০২৪ টি ২০ বিশ্বকাপের ভেন্যু
২০২৪ T20 বিশ্বকাপের ভেন্যু ৯টি। যুক্তরাষ্ট্রের ০৩ টি আর ওয়েস্ট ইন্ডিজের ০৬ টি ভেন্যুতে এবার ০৪ ছক্কার খেলা গড়াবে। হবে এবারের বিশ্বকাপ আসর। ২৫ দিনব্যাপী টুর্নামেন্টে শুরু হবে টেক্সাস সিটির ডালাসে। আর ফাইনাল হবে আগামী ২৯ জুন, ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে।